Advertisement
Advertisement
Dhankhar

ধনকড়কে মিমিক্রি কল্যাণের, ভিডিও করলেন রাহুল, ‘লজ্জাজনক’, বললেন উপরাষ্ট্রপতি

ভিডিও দেখে তীব্র উষ্মা প্রকাশ করলেন ধনকড়।

TMC MP mimicking Dhankhar and Rahul Gandhi filming it | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 19, 2023 2:07 pm
  • Updated:December 19, 2023 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদদের বহিষ্কারের প্রতিবাদে মঙ্গলবার সংসদ চত্বরে দেখা গেল অভিনব দৃশ্য। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) নকল করলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)। একটি ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করলেন ধনকড়। তিনি বলেন, যা করেছেন সাংসদরা তা ‘অনভিপ্রেত’ এবং ‘লজ্জাজনক’।


গত ১৩ ডিসেম্বর সংসদে হামলা হয়েছিল। বড় অঘটন না ঘটলেও নিরাপত্তায় গাফিলতির প্রশ্ন ওঠে। ইতিমধ্যে ওই ঘটনায় ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে বিরোধীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি চেয়ে সরব হয়। এর জেরে সংসদের দুই কক্ষে হইহট্টোগোলে গতকাল সাসপেন্ড হন ৭৮ জন সাংসদ। মঙ্গলবার আরও ৫০ জনকে সাসপেন্ড করা হয়েছে। এর বিরুদ্ধেই সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল ইন্ডিয়া জোট। সেখানেই রাজ্যসভার চেয়ারম্যানের নকল করে বিতর্কে জড়ালেন বিরোধী সাংসদরা। 

 

 

[আরও পড়ুন: ‘স্বামী নির্যাতন করলেও সেটা ধর্ষণ’, পর্যবেক্ষণ গুজরাট হাই কোর্টের]

একটি ভিডিওতে দেখা গিয়েছে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মিমিক্রি করছেন। সেই ভিডিও রেকর্ড করতে দেখা যায় রাহুল গান্ধীকে। ওই ভিডিও দেখে চরম উষ্মা প্রকাশ করেন ধনকড়। তিনি বলেন, “লজ্জাজনক, হাস্যকর, অগ্রহণযোগ্য যে একজন এমপি ব্যঙ্গ করছেন এবং দ্বিতীয় এমপি সেই ঘটনার ভিডিও করছেন।”

 

[আরও পড়ুন: মোদি-মমতার বৈঠকের দিন বিধায়কদের নিয়ে শুভেন্দুর কর্মসূচিতে ‘নারাজ’ সুকান্ত! প্রকাশ্যে অন্তর্কলহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement