Advertisement
Advertisement
Madhya Pradesh

স্ত্রী প্রসাধনী মাখায় আপত্তি, ‘এত সেজেগুজে কোথায় যাচ্ছ?’ বলে গুলি করলেন স্বামী!

অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

MP man shoots wife for wearing perfume while going out। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:July 22, 2023 5:52 pm
  • Updated:July 22, 2023 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী প্রসাধন মেখেছেন শরীরে। এই ‘অপরাধে’ তাঁকে গুলি করলেন স্বামী! মধ্যপ্রদেশে ঘটেছে এমন অবাঞ্ছিত এক ঘটনা। গুলিবিদ্ধ ওই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, নীলম জাতভ নামে রাজ্যের গণেশপুরার বাসিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল মহেন্দ্র জাতভের। ৮ বছরের দাম্পত্য তাঁদের। মহেন্দ্রর নামে আগেও ফৌজদারি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যার মধ্যে রয়েছে চুরির অভিযোগও। তিনি জেলে যাওয়ার পর নীলম নিজের মা-বাবার সঙ্গেই থাকতেন।

Advertisement

[আরও পড়ুন: দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করেছে কংগ্রেস! ‘রোজগার মেলা’ থেকে তোপ মোদির]

বছর চারেক জেল খেটে মহেন্দ্র বাইরে আসেন এক বছর আগে। এরপর থেকে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। শনিবার নীলম বাড়ি থেকে বেরচ্ছিলেন। সেই সময় তাঁকে সুগন্ধী মাখতে দেখে মহেন্দ্র জানতে চান, এত সেজেগুজে তিনি কোথায় যাচ্ছেন। শুরু হয় বচসা। ক্রমে পরিস্থিতি তুমুল উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত তাঁর স্ত্রীর বুকে গুলি করে পালিয়ে যান। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: সিগন্যাল-সহ রক্ষণাবেক্ষণের একাধিক কাজ, সপ্তাহান্তে হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল বহু ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement