সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকদের মুক্তি নিয়ে দেশজুড়ে প্রতিবাদ চলছে। মেয়াদ ফুরনোর আগেই তাদের মুক্তি দিয়েছে গুজরাটের বিজেপি সরকার। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই পরিস্থিতিতে নয়া আইন আনার সিদ্ধান্ত নিচ্ছে আরেক বিজেপি (BJP) শাসিত রাজ্য মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। একটি নতুন প্রস্তাব পেশ করে রাজ্য প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে যাবজ্জীবনের ন্যূনতম মেয়াদ ১৪ বছর শেষ হলেই মুক্তি দেওয়া যাবে না। বরং মৃত্যু পর্যন্ত জেলেই থাকতে হবে।
কী বলা হয়েছে নয়া প্রস্তাবে? সেখানে বলা হয়েছে, কেবল জঙ্গি, গণধর্ষণকারী, বিষমদ প্রস্তুতকারী বা কর্মরত সরকারি আধিকারিকদের খুনিদের ক্ষেত্রেই নয়, রাজ্য সরকার কিংবা প্রতিরক্ষা বাহিনীর কোনও শাখার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
উল্লেখ্য, ২০০২ সালে সাবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর থেকেই ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় গোটা গুজরাট জুড়ে। সেই সময়েই ২১ বছর বয়সি তরুণী বিলকিস বানোকে গণধর্ষণ (Gangrape) করা হয়। ঘটনার সময়ে গর্ভবতী ছিলেন বিলকিস। দাঙ্গার ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছিলেন তিনি। সেই সময়েই তাঁকে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, তাঁর তিন সন্তানকেও খুন করা হয়। ২০০৮ সালে এগারোজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। তাদের মধ্যে ছিলেন দু’জন চিকিৎসক, যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল। একই অপরাধে কয়েকজন পুলিশকর্মীকেও কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরনোর আগেই তাদের মুক্তি দেওয়ার পরে বিতর্ক তুঙ্গে।
এদিকে সম্প্রতি দেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাজ্যের তকমা পেয়েছে মধ্যপ্রদেশ। জানা গিয়েছে, কেবল ২০২১ সালেই সেখানে ধর্ষিতা হয়েছেন ৬ হাজার ৪৬২ জন। তাঁদের মধ্যে ৩ হাজার ৫১৫ জনই নাবালিকা। প্রতি ২৪ ঘণ্টায় ১৮টি ধর্ষণের ঘটনা ঘটে এখানে। এহেন পরিস্থিতিতে ভাবমূর্তি শোধরাতেই মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান প্রশাসন এই প্রস্তাব আনছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.