সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশ নিয়ে সত্যিই ভয় পাচ্ছে বিজেপি! অন্তত দলের প্রাথমিক প্রার্থী তালিকা এবং প্রচারের ধরন দেখে প্রাথমিক ভাবে তেমনটাই মনে হচ্ছে। এ পর্যন্ত ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভার ৭৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। সেই তালিকায় একের পর এক হেভিওয়েটদের নাম রয়েছে। অথচ নাম নেই খোদ খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের।
এ পর্যন্ত দুদফায় মোট যে ৭৬ জন প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করেছে, তার মধ্যে রয়েছেন লোকসভার ৭ সাংসদ। এমনকী ৩ কেন্দ্রীয় মন্ত্রীকেও রাজ্য বিধানসভায় টিকিট দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপির প্রার্থী তালিকায় নাম রয়েছে তিন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ সিং প্যাটেল এবং ফগন সিং কুলস্তে। এমনকী দলের একেবারে শীর্ষস্তরের নেতা কৈলাশ বিজয়বর্গীয়কেও রাজ্য বিধানসভায় দাঁড় করাচ্ছে গেরুয়া শিবির।
মজার কথা হল, যাঁদের যাঁদের বিজেপি টিকিট দিচ্ছে সেই শীর্ষ নেতাদের মধ্যে অন্তত দুজন মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ২০ বছর বাদে বিধানসভা ভোটে লড়ছেন। কেন? ওয়াকিবহাল মহলের ধারণা তোমরও যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন, সেটা বোঝাতেই তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। একই কথা খাটে কৈলাস বিজয়বর্গীয়র জন্যও। তিনিও ১০ বছর বাদে বিধানসভা নির্বাচনে লড়বেন।
এত এত হেভিওয়েটদের প্রার্থী করা হচ্ছে। অথচ, খোদ মুখ্যমন্ত্রীর নাম প্রথম দুই প্রার্থী তালিকায় নেই। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি শিবরাজ সিং চৌহানের গুরুত্ব কমিয়ে ফেলতে চাইছে গেরুয়া শিবির? রাজ্যের সবচেয়ে বেশিদিনের মুখ্যমন্ত্রীর মুখের উপর আর ভরসা রাখতে পারছে না বিজেপি? নাহলে কেনই বা স্রেফ শিবরাজের প্রতিদ্বন্দ্বীদের টিকিট দেওয়া হচ্ছে? অথচ খোদ শিবরাজকে নয়?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.