Advertisement
Advertisement

Breaking News

Congress

মোদিকে কোতল করার নিদান, গ্রেপ্তার ‘গান্ধীবাদী’ কংগ্রেস নেতা

নিজেকে মহাত্মা গান্ধীর একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন ওই কংগ্রেস নেতা।

MP Congress leader Raja Pateria detained over his 'kill Modi' remarks | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 13, 2022 8:46 am
  • Updated:December 13, 2022 8:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোতল করার নিদান দিয়েছিলেন তিনি। পরে অবশ্য নিজেকে মহাত্মা গান্ধীর একনিষ্ঠ ভক্ত বলেও দাবি করেন। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। এবার গ্রেপ্তার করা হল মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাজা পাটেরিয়াকে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাতে মধ্যপ্রদেশের দামোতে নিজের বাড়ি থেকে পাটেরিয়াকে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে পান্না জেলার পাওই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সম্প্রতি পাটেরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, একটি জনসভায় ভাষণ দিচ্ছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা (Congress) রাজা পাটেরিয়া। তঁকে বলতে শোনা যায়, “দেশের গণতন্ত্রকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতি, ধর্ম, ভাষা-সমস্ত কিছুর ভিত্তিতে ভেদাভেদ করছেন তিনি।” এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন রাজা। তিনি বলেন “দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন বিপন্ন। তাই সংবিধানকে বাঁচাতে গেলে মোদিকে হত্যা করতে হবে।” এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠে।

Advertisement

[আরও পড়ুন: গালওয়ানের পর অরুণাচলের তাওয়াং, ফের সংঘর্ষে জড়াল ভারতীয় ও চিনা সেনা, জখম বহু]

ভিডিওটি প্রকাশ্যে আসতে অবশ্য সাফাই দেন ওই কংগ্রেস নেতা। তিনি বলেন, “হত্যা শব্দটি ব্যবহার করে আমি আসলে বলতে চেয়েছি, পরাজিত করতে হবে মোদিকে (Narendra Modi)। আমি নিজে মহাত্মা গান্ধীর আদর্শ মেনে চলি, তাই হিংসাত্মক মনোভাবের কথা মনেও করতে পারি না। নির্বাচনে প্রধানমন্ত্রীকে হারিয়ে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে।” তবে তাতে খুব একটা লাভ হয়নি। বিজেপি নেতাদের রোষের মুখে পড়তে হয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়াকে।

উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ শানাতে দেখা গিয়েছে কংগ্রেস নেতাদের। গত জুন মাসে রাহুল গান্ধীকে ইডি জেরার প্রতিবাদে নমোর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন শেখ হুসেন নামের এক কংগ্রেস নেতা। তিনি বলেছিলেন, “যেভাবে কুকুরের মৃত্যু হয়, সেই ভাবেই মারা যাবেন নরেন্দ্র মোদি।”

[আরও পড়ুন: মেঘালয়ে জিতলে লক্ষ্মীর ভাণ্ডার, আমজনতার মন পেতে কৌশলী মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement