Advertisement
Advertisement
Sivraj singh Chouhan

মহামারী আবহে সরকার গড়েছিলেন, এবার করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

এর আগে তাঁর মন্ত্রিসভার এক সদস্য আক্রান্ত হয়েছিলেন।

MP CM Shivraj Singh Chouhan tests positive for Covid-19

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:July 25, 2020 12:26 pm
  • Updated:July 25, 2020 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহেই কংগ্রেসের সরকার ভেঙেছিলেন তিনি। বহু টানাপোড়েনের পর বিজেপির সরকার গড়েছিলেন। এমনকী, মহামারীর মাঝেই মন্ত্রিসভাও সম্প্রসারণ করেছিলেন। এবার করোনা আক্রান্ত হলেন খোদ তিনি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) করোনা আক্রান্ত বলে শনিবার মিলল খবর। এর আগে তাঁর মন্ত্রিসভার এক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন শিবরাজ সিং চৌহান। লালারস নমুনা পরীক্ষার পর জানা গেল তিনিও করোনা আক্রান্ত। প্রসঙ্গত, এই প্রথম দেশের কোনও মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হলেন। 

করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। টুইটারে তিনি লিখেছেন, “আমি হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সমস্ত নিয়ম মেনে চলেছি। চিকিৎসকদের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছি আমি। তবে করোনা রুখতে রাজ্য প্রশাসনের প্রত্যেকদিনের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিচ্ছি আমি।” জানা গিয়েছে, মৃদু উপসর্গ থাকায় আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিত রাজ্যের মুখ্যমন্ত্রীর করোনা সংক্রমিত হওয়ার খবরে নিসন্দেহে আরও আতঙ্কিত হবেন রাজ্যবাসী। 

[আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ৪৯ হাজার, এখনও পর্যন্ত সুস্থ প্রায় সাড়ে আট লক্ষ]

ইতিপূর্বে শিবরাজের মন্ত্রিসভার এক মন্ত্রী করোনা আক্রান্ত হন। তিনি ক্যাবিনেট বৈঠক ও রাজ্যপাল লালজি ট্যান্ডনের শেষকৃত্যে হাজির ছিলেন। সেখানে ছিলেন শিবরাজও। ওই মন্ত্রীর পরীক্ষার রিপোর্ট আসার পর থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন শিবরাজ। এবার সংক্রমিত হলেন তিনিও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement