সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আশীর্বাদ যাত্রা’য় হামলার শিকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ তবে চোট লাগেনি তাঁর৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কুড়িজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
#WATCH: Black flags shown to Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan & stones hurled at his vehicle in Sidhi during Jan Ashirwad Yatra. (02.09.18) pic.twitter.com/OVHoPVy7Hx
— ANI (@ANI) September 3, 2018
মধ্যপ্রদেশের সিধি জেলার চুরহাটে শনিবার ‘আশীর্বাদ যাত্রা’-র আয়োজন করে বিজেপি৷ সেখানেই ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একটি বাসকে রথের মতো করে সাজিয়ে ‘আশীর্বাদ যাত্রা’ বেরোয়৷ ওই বাসের মাথায় দাঁড়িয়েই তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। সেসময় জনতার মধ্যে থেকে তাঁর দিকে উড়ে আসে পাথর। মধ্যপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই পাথর মুখ্যমন্ত্রীর গায়ে লাগেনি। অল্পের জন্য গুরুতর আঘাত থেকে রক্ষা পান শিবরাজ সিং চৌহান। তবে গাড়িটির অবস্থা খুবই খারাপ। চুরহাট পুলিশ ইনস্পেক্টর রামবাবু চৌধুরি জানিয়েছেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মুখ্যমন্ত্রী বর্তমানে গোটা রাজ্যে ঘুরছেন। সেই ‘আশীর্বাদ যাত্রা’ উপলক্ষেই তিনি সিধির চুরহাটে এসেছিলেন। সেখানেই ওই ঘটনা ঘটে। এই বিষয়ে আর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
যে এলাকায় ওই ঘটনা ঘটেছে সেটি বর্তমানে রয়েছে বিরোধী কংগ্রেসের দখলে। চুরহাটের কংগ্রেস বিধায়ক অজয় সিংকেই এখন গোটা ঘটনার জন্য নিশানা করছে বিজেপি। পাথর হামলা সম্পর্কে বলতে গিয়ে শিবরাজ সিং সরাসরি অজয় সিংকেই চ্যালেঞ্জ করে বসেছেন। ‘আশীর্বাদ যাত্রা’-য় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘অজয় সিং, ক্ষমতা থাকলে প্রকাশ্যে আমার সঙ্গে লড়াই কর। তোমার মতো আমার গায়ের জোর নেই। তবে আমার সঙ্গে মানুষ রয়েছে।’’ এদিকে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত বিবৃতি দিয়েছে কংগ্রেসও। অজয় সিং জানান, কোনও কংগ্রেস সমর্থক এই ঘটনার সঙ্গে জড়িত নন। চুরহাটে কংগ্রেসের বদনাম করার জন্য পরিকল্পনামফিক এই ঘটনা ঘটানো হয়েছে বলেও পালটা অভিযোগ করেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.