সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল অভিযুক্ত বিজেপি (BJP) নেতার বাড়ি। তবে অভিযুক্তের পরিবারের দাবি, নির্বাচনের আগে পুরনো ভিডিওকে হাতিয়ার করে অযথা ফাঁসানো হচ্ছে বিজেপি নেতাকে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক বিজেপি নেতার ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, এক আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করছেন তিনি। আপাতত জাতীয় সুরক্ষা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রবেশ শুক্লা নামে ওই বিজেপি কর্মীর ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। তারপরেই প্রবেশের বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। মধ্যপ্রদেশ সরকারের তরফে বলা হয়, বেআইনিভাবে নির্মাণ রয়েছে ওই বিজেপি কর্মীর বাড়িতে। তাই বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় সরকার। তবে সরকারি আধিকারিকরা বুলডোজার নিয়ে প্রবেশের বাড়িতে পৌঁছলে তীব্র প্রতিবাদ করেন তাঁর পরিবারের সদস্যরা।
প্রবেশের বোন সাফ জানান, “একটা পুরনো ভিডিও নতুন করে প্রকাশ করা হচ্ছে, কারণ সামনেই নির্বাচন।” অভিযুক্ত নেতার বাবার দাবি, “আমার ছেলে কোনওভাবেই এটা করতে পারে না। আসলে ওকে ফাঁসাতে ষড়যন্ত্র চলছে। ভিডিওটা দেখে আমাদেরও খুব খারাপ লেগেছিল।” তবে পরিবারের কথাতেও চিঁড়ে ভেজেনি। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় প্রবেশের বাড়ি।
তবে অভিযুক্তের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছে বিজেপি। শোনা গিয়েছিল, অভিযুক্ত প্রবেশ আসলে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লর প্রতিনিধি। তবে কেদারনাথ বলেছেন, ”প্রাভেশ শুক্লর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। উনি আমার প্রতিনিধি নন। তবে আমার বিধানসভা এলাকার লোক বলে পরিচয় রয়েছে।” প্রসঙ্গত, আক্রান্ত যুবক ৩৬ বছরের দাসমাত রাভাত পুলিশকে জানিয়েছেন, ভিডিওটি বানানো। এবং এই মর্মে তিনি নাকি হলফনামাও জমা দিতে ইচ্ছুক ছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.