Advertisement
Advertisement

Breaking News

Same-Gender Marriages

‘লিঙ্গ দিয়েই শুধু স্ত্রী বা পুরুষ নির্ধারণ করা যায় না’, মন্তব্য সুপ্রিম কোর্টের

সমলিঙ্গ বিবাহ নিয়ে মামলায় এই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

Motion of a man and a woman is not an absolute based on private part, says SC। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 18, 2023 9:31 pm
  • Updated:April 18, 2023 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিঙ্গ দিয়েই শুধু স্ত্রী বা পুরুষ নির্ধারণ করা যায় না। মঙ্গলবারই এমন মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সমলিঙ্গ বিবাহ (Same-Gender Marriages) নিয়ে কেন্দ্রের‘প্রাথমিক আপত্তি’ মঙ্গলবার খারিজ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এদিনই ছিল মামলার শুনানি। সেই সময়ই এই মন্তব্য করল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ”নারী অথবা পুরুষের কোনও চূড়ান্ত ধারণা নেই। বিষয়টা এটা নয়, যে কার লিঙ্গ কী। বিষয়টা আরও জটিল। আর সেটাই লক্ষণীয়। সুতরাং স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে নারী ও পুরুষের উল্লেখ রয়েছে, এখানে নারী ও পুরুষের পরিচয় তাঁদের যৌনাঙ্গের উপরই একমাত্র নির্ভরশীল নয়।”

Advertisement

[আরও পড়ুন: ‘আজ বিলকিসের সঙ্গে হয়েছে, কাল আরেকজনের সঙ্গে হবে’, ফের গুজরাটকে তোপ সুপ্রিম কোর্টের]

প্রসঙ্গত, এদিনের শুনানিতে সরকারি আইনজীবী তুষার মেহতা ও পিটিশন দাখিলকারীদের আইনজীবী এ এম শিবাঙ্গির মধ্যে মতবিরোধ হয় কোনও মানুষের জৈবিক লিঙ্গই একজন মানুষের লিঙ্গ পরিচয়। শিবাঙ্গির দাবি ছিল তার উলটো। ল অফিসার যিনি ছিলেন তিনিও বলেন, জৈবিক মানুষ মানে জৈবিক মানুষ। এখানে কোনও ‘ধারণা’ নেই। তাঁর মন্তব্যের জবাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁর এই বক্তব্য ঠিক নয়। পাশাপাশি কেন্দ্রের আইনজীবী তুষার মেহতার উদ্দেশে বেঞ্চের মন্তব্য, ”সমাজে সব সময়ই পরিবর্তন হয়ে চলেছে এবং সেটা কোনও না কোনও স্থান থেকেই শুরু হতে পারে।”

[আরও পড়ুন: গুজরাটে জীবন কাণ্ডের ছায়া! প্রমাণে লোপাটে নদীতে মোবাইল, ডুবুরি নামিয়ে উদ্ধার করল CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement