ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেনকা ও বিশ্বামিত্রের পরিত্যক্ত সন্তানকে রক্ষা করেছিল শকুনেরা। তাই তার নাম হয়েছিল শকুন্তলা। কিন্তু সে তো পুরাণের কাহিনি। এবার ছত্তিশগড়ে (Chhattisgarh) দেখা মিলল এক সহৃদয় মা কুকুরের। সারা রাত সে আগলে রাখল এক পরিত্যক্ত শিশুকন্যাকে। জন্মদাত্রী মা ফেলে চলে গেলেও শিশুটিকে পাহারা দিতে দেখা গেল সারমেয়টিকে (Dog)। পরে সকালে সদ্যোজাতর কান্নার শব্দে তার উপস্থিতি টের পায় গ্রামবাসীরা। গোটা ঘটনায় বিস্মিত সকলে। নিজের ছানাদের পাশাপাশি ওই মানবশিশুকে রক্ষা করে গ্রামবাসীদের মন জিতে নিয়েছে কুকুরটি।
ঘটনাটি ঘটেছে মুঙ্গেলি জেলার লোরমি গ্রামে। জানা গিয়েছে, এক নির্জন এলাকায় পড়ে ছিল শিশুটি। তার শরীরে কোনও পোশাক ছিল না। শরীরে তখনও জুড়ে ছিল নাড়ি। সকালে ওই এলাকায় শিশুর কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখতে পান নিজের ছানার সঙ্গেই শিশুটিকে পাহারা দিচ্ছে মা কুকুরটি। সদ্যোজাতর শরীরে আঁচটুকু লাগেনি। কোনও রকম চোট বা আঘাত তাকে পেতে দেয়নি তার না-মানুষ ‘মা’।
खबर पढ़कर मन व्यथित हो गया.
बच्ची को पुलिस ने अस्पताल पहुंचा दिया है, मामले की छानबीन जारी है.
यदि आप बेटा-बेटी में भेद-भाव की सोच से ग्रस्त हैं तो आप अभिभावक बनने लायक नहीं हैं.
दोषियों को कानून के तहत सख्त सजा मिले. ऐसे पाप रोकें, दकियानूसी सोच त्यागें, बेटा-बेटी एक समान मानें. pic.twitter.com/JDD5tQExSu— Dipanshu Kabra (@ipskabra) December 19, 2021
শীঘ্রই, গ্রামবাসীরা স্থানীয় পুলিশ এবং পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে তারা। সৌভাগ্যবশত, প্রচণ্ড ঠান্ডায় নগ্ন অবস্থায় পড়ে থাকা সত্ত্বেও শিশুটি সুস্থই রয়েছে।
স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি মুন্নালাল প্যাটেস এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমরা কাজে বেরিয়েছিলাম। সেই সময় সকাল ১১টা নাগাদ হঠাৎই দেখতে পাই এখানে এক সদ্যোজাত শিশুকন্যা পড়ে রয়েছে কুকুরদের মধ্যে। আমরা স্বাস্থ্য দপ্তরকে খবর দিই। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
ঘটনায় শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যদের প্রতি ক্ষুব্ধ গ্রামবাসী। স্থানীয়দের দাবি, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক প্রশাসন। সেই সঙ্গে আরও একটি প্রস্তাব দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, যদি শিশুটির অভিভাবকদের সন্ধান মিলেও যায় তাহলেও যেন ওই শিশুকে তাঁদের হাতে তুলে না দেওয়া হয়। যারা এভাবে নিজের সন্তানকে ফেলে দিয়ে যেতে পারে তাদের শিশুটির উপরে কোনও অধিকার নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.