ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা ও তাঁর দুই কন্যার। রবিবার বিকেলে ঘটে এই দুর্ঘটনা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের একটি লেভেল ক্রসিংয় পেরনোর সময়ে দুর্ঘটনার কবলে পড়ে গোটা পরিবার। কোনও মতে রক্ষা পান মৃত মহিলার স্বামী। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, আপাতত ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তিনজনের দেহ।
কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মীরাটের কাসামপুর এলাকার লেভেল ক্রসিং বন্ধ করা ছিল। কারণ সেই সময়েই ওই এলাকা পেরনোর কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের। তবে লেভেল ক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও রেললাইন পার হওয়ার চেষ্টা করেন নরেশ নামে এক ব্যক্তি।
ঠেলাগাড়ি নিয়ে রেললাইনের দিকে এগিয়ে যান নরেশ। গাড়ির পিছনে বসে ছিলেন নরেশের স্ত্রী ও দুই কন্যা। সেই সময়েই গাড়ির পিছন দিকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। গাড়ি থেকে পড়ে যান তিনজন। সঙ্গে সঙ্গেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাঁদের।
স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট পীযূষ কুমার সিং জানিয়েছেন, মৃত মহিলার নাম মোনা। ৪০ বছর বয়সি মোনা সঙ্গেই মৃত্যু হয়েছে ১৪ ও ৭ বছর বয়সি দুই কন্যার। তাদের নাম মণীশা ও চারু। উত্তরপ্রদেশে কঙ্কারখেড়া জেলার বাসিন্দা এই পরিবার। আপাতত তিনটি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.