ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ এই রাস্তাতেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) অফিস। বিধানসভাও। সেই রাস্তায় শুক্রবার প্রকাশ্যে সবার সমানে গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দিলেন এক মহিলা ও তাঁর মেয়ে। আমেঠির বাসিন্দা ওই মহিলার অভিযোগ, জমি সংক্রান্ত মামলায় স্থানীয় পুলিশের কোনও হেলদোল নেই। তাই মুখ্যমন্ত্রীর অফিসের সামনেই আত্মহত্যার চেষ্টা করলেন দুজনে। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
জানা গিয়েছে, একটা নর্দমা দিয়ে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল তাঁদের। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় প্রতিবেশীরা হুমকি দিচ্ছিল। মে মাস থেকে চলছিল এই সমস্যা। পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। যার জেরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এমন মারাত্মক পদক্ষেপ করেন ওই মহিলা। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে দু’জনের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
Two women attempted self-immolation bid in front of Lok Bhawan in Lucknow. They alleged police inaction over some drain related issue in Amethi. pic.twitter.com/GrGUIDJpuO
— ஷேக்பரித் (@FareethS) July 17, 2020
এই ঘটনা জানাজানি হওয়ার পর মহিলাকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেইসঙ্গে আমেঠির থানার ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে। তবে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav) যোগী আদিত্যনাথের সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। গরিব কল্যাণে এই সরকার ব্যর্থ বলে কটাক্ষ অখিলেশের।
लोकभवन के सामने 2 महिलाओं द्वारा आत्मदाह की घटना, सोती हुई सरकार को जगाने के लिए क्या काफ़ी नहीं है या फिर असंवेदनशील सरकार व मुख्यमंत्री जी किसी और बड़ी दुर्घटना का इंतजार कर रहे हैं.
क्या उप्र में सरकार नाम की कोई चीज़ है !
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 18, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.