Advertisement
Advertisement
কপ্টার

প্রচারে আকাশপথেও ভিড়, অধিকাংশ কপ্টার-জেট ভাড়া নিয়ে ঘুরছেন মোদি, শাহ

প্রতি ঘণ্টায় ভাড়াবাবদ খরচ হচ্ছে ৩ থেকে ৫ লক্ষ টাকা৷

Most of the helicopters and private jets are booked for BJP campaigns
Published by: Sucheta Sengupta
  • Posted:April 16, 2019 8:18 pm
  • Updated:April 16, 2019 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলিকপ্টারে চড়ে নেতারা আসবেন, যাবেন৷ ভোটের প্রচার এখন মধ্যগগনে৷ তাই আকাশপথে কপ্টারের অবাধ যাতায়াত, ধুলো উড়িয়ে, আশেপাশের মানুষের চোখ জ্বালিয়ে নামবে বিলাসবহুল আকাশযান৷ সবই প্রচারের অঙ্গ৷ আর তাই এবারের ভোট মরশুমে অধিকাংশ প্রাইভেট জেট ব্যবহারের জন্য আগাম ব্যবস্থা নিয়ে রেখেছেন হেভিওয়েটরা৷ যার মধ্যে বেশিরভাগ ভাড়া করা হয়েছে প্রধানমন্ত্রীর প্রচারের জন্য৷

সূত্রের খবর, বিজেপি প্রাইভেট জেট এবং কপ্টার মিলিয়ে প্রায় ৫০টি আকাশযান ভাড়া নিয়ে রেখেছে৷ আর কংগ্রেস সেখানে টেনেটুনে মাত্র ১০টি প্রাইভেট জেট নিজেদের জন্য পেয়েছে৷ অর্থাৎ এখানেও এক অসম লড়াই৷ শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহর প্রচারের জন্য প্রস্তুত রাখা হচ্ছে সবচেয়ে বেশি প্রাইভেট জেট৷ বাকিগুলি অন্যান্য হেভিওয়েট নেতাদের জন্য৷ অমিত শাহ দিনে সবচেয়ে বেশি সফর করছেন৷ দিল্লি থেকে সেই কোন দক্ষিণে বিজয়ওয়াড়া যাচ্ছেন, আবার সেখান থেকে যাচ্ছেন উত্তর-পূর্বের ডিব্রুগড়ে৷ অসম থেকে আবার একই দিনে ফিরে যাচ্ছেন নিজের বাড়ি, আমেদাবাদে৷ এভাবেই কপ্টারে চড়ে দিনভর তিনি দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে বেড়াচ্ছেন৷

Advertisement

private-jet-amit shah

[আরও পড়ুন : রাহুল-সোনিয়া সম্পর্কে অশালীন মন্তব্য, বিতর্কে হিমাচলের বিজেপি সভাপতি]

লোকসভা ভোটে প্রচারের জন্য এত হেলিকপ্টার বুকিংয়ের হিড়িক দেখে আশ্চর্য হয়েছেন বাণিজ্যিক উড়ান সংস্থার উচ্চস্তরের আধিকারিকরাও৷ মার্ক মার্টিন নামে উড়ান সংস্থার পরামর্শদাতা বলছেন, ‘আগেও লোকসভা ভোট দেখেছি৷ কিন্তু রাজনীতির লড়াই আকাশে এতদূর পর্যন্ত পৌঁছে যেতে পারে, আগে দেখিনি৷ মনে হচ্ছে, সবাই যেন গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে৷ এক রাজনৈতিক দল কপ্টার চাইছে, তো পরের মুহূর্তে আরেক দল আসছে বুকিংয়ের জন্য৷’ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আরকে বালির কথায়, ‘আগে এলে, আগে পাবেন – এই নিয়ম মেনে আমরা বুকিং নিচ্ছি৷ আর এই ভোটের মরশুমেই লোকসানে থাকা উড়ান সংস্থাগুলো তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারছে৷’

   [আরও পড়ুন : সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী, লড়তে পারেন রাজনাথের বিরুদ্ধে]

বিজেপি কর্মী গুলাব সিং পানওয়ার, যিনি নেতানেত্রীদের প্রচার কর্মসূচিতে কপ্টারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্বে রয়েছেন, তিনি জানাচ্ছেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হেলিকপ্টার, জেট একটু বেশিই দরকার পড়ছে৷ আমরা চার্টার্ড বিমানই বেশি পছন্দ করি৷ কারণ, এটা খুব মজবুত আর নিরাপদ৷’ আর হাতশিবির সূত্রে খবর, দুঁদে কংগ্রেস নেতা আনন্দ শর্মা নাকি সেই জানুয়ারি মাস থেকে হেলিকপ্টার বুকিংয়ের জন্য চেষ্টা করে চলেছেন৷ তবে তেমন একটা সুবিধে করতে পারেননি৷ নইলে কি আর কংগ্রেসের ভাগ্যে মোটে ১০টি কপ্টার জোটে?

আসল তথ্যটি এখনও দেওয়া হয়নি৷ এতগুলো কপ্টার বা প্রাইভেট জেট ভাড়ার জন্য খরচ কত পড়ছেন জানেন? প্রতি ঘণ্টায় ৫৭০০ থেকে ৭২০০ ডলার৷ ভারতীয় মুদ্রায় যা ৩ থেকে ৫ লক্ষ টাকা ১ ঘণ্টায়৷ আন্দাজ করতে পারছেন নিশ্চই, ২০১৯ লোকসভা নির্বাচন ঠিক কতটা ব্যয়বহুল হচ্ছে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement