ছবি: এএনআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফিরল কুয়েতে অগ্নিদগ্ধ ভারতীয়র দেহ। শুক্রবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে করে ৪৫ জনের দেহ ফেরান হয়। জানা গিয়েছে, প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং নিজে কুয়েতে গিয়েছেন। দেহ নিয়ে আসা বিমানে চেপেই দেশে ফিরছেন তিনি। শুক্রবারই কোচিতে নামবে বায়ুসেনার বিশেষ বিমান।
বুধবার ভোরে কুয়েতের (Kuwait) রাজধানী কুয়েত সিটির দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে বিধংসী আগুন লাগে। আগুনের লেলিহান গ্রাসে পুড়ে মৃত হয় ৪৯ জনের। তার মধ্যে বেশিরভাগই ভারতীয়। সরকারের তরফে জানানো হয়, ৪৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছে কুয়েতের অগ্নিকাণ্ডে। ৪৫ জনের দেহ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয় নয়াদিল্লি। বুধবার রাতেই বিদেশমন্ত্রী এস জয়শংকর কুয়েতের বিদেশমন্ত্রী আলি আল-ইয়াহিয়ার সঙ্গে কথা বলেন।
তার পরেই বৃহস্পতিবার কুয়েতে পৌঁছে যান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। আহতদের চিকিৎসার বিষয়টি দেখভাল করতে এবং নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতেই সেদেশে যান তিনি। জানা গিয়েছে, কুয়েতের আধিকারিকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তার পরেই ভারতীয় বায়ুসেনার বিমানে ৪৫ জনের দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা হয়। সেই বিমানে রয়েছেন মন্ত্রী নিজেও।
A special IAF aircraft carrying the mortal remains of 45 Indian victims in the fire incident in Kuwait has taken off for Kochi. MoS Kirti Vardhan Singh, who coordinated with Kuwaiti authorities to ensure swift repatriation, is onboard the aircraft: India in Kuwait pic.twitter.com/lGA7AmhId9
— ANI (@ANI) June 13, 2024
জানা গিয়েছে, কোচিতে নামে ভারতীয় বায়ুসেনার বিমানটি। সেখানে প্রয়াতদের বিশেষ শ্রদ্ধা জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। এছাড়াও রাজনৈতিক দলগুলোর উচ্চ পদাধিকারীরাও হাজির ছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। জানা গিয়েছে, বিমানবন্দর থেকে অ্যাম্বুল্যান্সে করে দেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন মৃতদের পরিজনরা। কোচির বিমানবন্দরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, প্রত্যেক মৃতদেহের জন্য আলাদা করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে।
#WATCH | Ernakulam: On mortal remains of Kuwait fire incident victims to reach Kochi airport, Ernakulam Collector NSK Umesh says, “The last respects will be paid by Kerala CM Pinarayi Vijayan, Ministers of the state, local people representatives…Exclusive ambulances have been… pic.twitter.com/m1genyomDd
— ANI (@ANI) June 14, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.