Advertisement
Advertisement

Breaking News

সার্জিক্যাল স্ট্রাইক: প্রকাশ্যে ভারতীয় সেনার পরাক্রমের নয়া ভিডিও

দু'দিন পরেই জঙ্গি অভিযানের দ্বিতীয় বর্ষপূর্তি৷

More visuals of Surgical strike footage from PoK
Published by: Tanujit Das
  • Posted:September 27, 2018 5:08 pm
  • Updated:September 27, 2018 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-র সেপ্টেম্বর মাস৷ উরি হামলার পর তখন প্রতিশোধ স্পৃহার আগুন জ্বলছে প্রতিটি দেশবাসীর বুকে৷ ২৯ সেপ্টেম্বরের সকালটাও অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল৷ কিন্তু দুপুরের দিকে সাংবাদিক সম্মেলন করেন লেফটেন্ট্যান্ট জেনারেল রণবীর সিং৷ জানান, ২৮ সেপ্টেম্বর রাতের গাঢ় অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা৷ সার্জিক্যাল স্ট্রাইক চালান হয়েছে পকে৷ আনন্দে মেতে ওঠেন দেশবাসী৷ আগামী ২৯ সেপ্টেম্বর সেই সার্জিক্যাল স্ট্রাইকের দু’বছর পূর্ণ হবে৷ তার আগে আবারও সেই ভয়ঙ্কর সেনা অভিযানের স্মৃতি উসকে দিল সেনা৷ প্রকাশ্যে এলো অভিযানের আরও ভিডিও ফুটেজ৷ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ভারতীয় সেনার প্রত্যাঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক জঙ্গি ঘাঁটি৷

[এবার বিদেশি গরুর দুধ বর্জন করার ডাক হিমাচলের রাজ্যপালের]

Advertisement

২০১৬-র ১৮ সেপ্টেম্বর, জম্মু-কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে হামলা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ ফিদায়েঁ হামলায় শহিদ হন ভারতীয় সেনার ১৯ জওয়ান৷ সেই ভয়ঙ্কর জঙ্গি হানায় ভিতরে ভিতরে রাগ জমছিল দেশবাসীর মনে৷ প্রতিশোধের আগুনে জ্বলছিলেন সকলে৷ এমতাবস্থায় সার্জিক্যাল স্ট্রাইকের খবর প্রতিটি নাগরিকের কাছে শান্তির বার্তা বয়ে আনে৷ পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে এমন জঙ্গিদমন অভিযান চালিয়ে রাওয়ালপিণ্ডির বুকে ভয় ধরিয়ে দেয় নয়াদিল্লি৷ স্পষ্ট বার্তা দেওয়া হয় সন্ত্রাসবাদকে পাকিস্তান মদত দিলেও ভারত কোনও প্রকারের রেয়াত করবে না৷ চরম প্রত্যাঘাত করা হবে৷ তবে এরপরেই জন্ম নেয় নয়া বিতর্ক৷ পাকিস্তানের তরফ থেকে এই অভিযানের কথা অস্বীকার করা হয়৷ বলা হয়, অধিকৃত কাশ্মীরে এমন কোনও অভিযান চালান হয়নি ভারতীয় সেনার তরফ থেকে৷

[পরকীয়া আর অপরাধ নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের]

কেবল রাওয়ালপিণ্ডি নয়, পাকিস্তানের সুরে সুর মেলায় ভারতেরও একাংশের রাজনীতিবিদ৷ এমনকি সেনাকে নিয়ে রাজনীতি করছে বলে কেন্দ্রকে আক্রমণ করে বিরোধীরাও৷ কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের পক্ষ থেকে দাবি তোলা হয় সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশের৷ সেই দাবিকে মান্যতা দিয়ে চলতি বছরেই প্রথম ধাপের ভিডিও প্রকাশ করে কেন্দ্র৷ এমনকী, কয়েকদিন আগেই ২৯ সেপ্টেম্বর স্কুল-কলেজে সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালনের নির্দেশিকা জারি করেছে ইউজিসি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement