Advertisement
Advertisement

আয়কর বিভাগের হানায় উদ্ধার ৭১০ কোটি কালো টাকা

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর আরও তৎপর আয়কর, ইডি কর্তারা৷

More than Rs 710 crore cash in black money seized by tax officials
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2016 11:27 am
  • Updated:December 26, 2016 11:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন ‘জেহাদ’ ঘোষণা করেছেন৷ তাঁর সাফ কথা, কালো টাকার মালিকদের ধরতে প্রশাসনকে সাহায্য করছেন সাধারণ মানুষই৷ প্রধানমন্ত্রীর এই দাবিকে অত্যুক্তি বলা চলা না৷ কারণ, গত ৮ নভেম্বর বড় নোট বাতিল হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত দেশজুড়ে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানায় উদ্ধার হয়েছে ৭১০ কোটিরও বেশি কালো টাকা৷

আইনজীবীর বাড়িতে আয়কর হানা, উদ্ধার ১৪ কোটি টাকা

কেরল, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ থেকে রাশি রাশি কালো টাকা উদ্ধার করতে পেরেছেন আয়কর বিভাগের অফিসাররা৷ তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দুষ্কৃতীদের সঙ্গে ব্যাঙ্ককর্মীদের একাংশের অশুভ আঁতাত৷ ফলে এই কালো টাকার অধিকাংশটাই যেন চোখের নিমেষে বদলে যাচ্ছে নতুন নোটে৷ তবে নোট বদলেও রেহাই পাবে না কালো টাকার মালিকরা, আগেই সে কথা জানিয়ে সতর্ক করেছে কেন্দ্র৷ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কালো টাকার মালিকদের চিহ্নিত করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

Advertisement

আয়কর হানায় ছত্তিশগড়ে খোঁজ মিলল ১০.৩ কোটি টাকার

সোমবারও কর্নাটকের দেবাঙ্গিরি থেকে নতুন ২০০০ টাকার নোটে ১১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হয়েছে আয়কর বিভাগের হাতে৷ তবে নোট বাতিল যে সব ক্ষেত্রে প্রভাব ফেলেনি সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে আরেকটি ঘটনায়৷ গুজরাতে একটি অনুষ্ঠানে রবিবার রাতে ১০ ও ২০ টাকার নোটে প্রায় ৪০ লক্ষ টাকা উড়ল৷

এর পাশাপাশি, গতকাল মুম্বই থেকে উদ্ধার হয়েছে প্রচুর নতুন নোট, বেআইনি সোনাদানা৷ সংবাদসংস্থা সূত্রে খবর, নবি মুম্বই পুলিশ পানভেল থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করে৷ উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷ শুধু মুম্বই নয়, কেরল থেকেও উদ্ধার হয়েছে প্রচুর কালো টাকা৷ কন্নুর থেকে আবগারি দফতর প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করে, পুরোটাই নতুন নোটে৷ একটি পরিত্যক্ত বাস থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ টাকা৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করে পুলিশ৷

নতুন নোটে উদ্ধার ৮৫ লক্ষ টাকা, ২ কিলোগ্রাম সোনা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement