সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলল৷ পরপর প্রায় ৯০০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠলো কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামনি৷ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের বিস্তীর্ণ এলাকা, যদিও বিস্ফোরণের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷
Karnataka:More than 900 cylinders blast near Chintamani last night.Cylinders were stored in a truck,3vehicles gutted.Situation under control pic.twitter.com/5p2EHwnuGu
— ANI (@ANI_news) December 26, 2016
এএনআই সূত্রে খবর, রবিবার রাতে দু’টি ট্রাক ও একটি বোলেরো গাড়িতে করে ওই সিলিন্ডারগুলি নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের তীব্রতায় তিনটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে৷ গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায় বলে অনুমান৷ আগুনের লেলিহান শিখা মাটি থেকে অনেক উঁচুতে উঠে যায়৷ ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা৷ আগুন আয়ত্ত্বে এসেছে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷ পুলিশ ও দমকলকর্মীরা আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছেন৷ হতাহতের কোনও খবর নেই৷
#WATCH: More than 900 cylinders blast near Chintamani (Karnataka) last night. 3 vehicles gutted. pic.twitter.com/hJE4l1dhaF
— ANI (@ANI_news) December 26, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.