Advertisement
Advertisement
করোনা

উদ্বেগ বাড়িয়ে দেশে একদিনে ৬২ হাজারের গণ্ডি পেরল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ৮৮৬

এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪১ হাজার ৫৮৫ জন।

More than 62k people tested positive for COVID-19 in last 24 hours in India

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 7, 2020 10:03 am
  • Updated:August 7, 2020 10:12 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি অনেকদিন আগেই পেরিয়েছিল। পরিসংখ্যান দেখে একপ্রকার অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দেশবাসী। কিন্তু এবার উদ্বেগ আরও বাড়ল। কারণ অতীত সমস্ত রেকর্ড ভেঙে প্রথমবার ৬০ হাজারের গণ্ডি পেরল সংক্রমিতের সংখ্যা। লাফিয়ে বাড়ল মৃত্যুও।

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ৫৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের সংখ্যাটা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। গত ৮ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষেরও বেশি মানুষ। এবার একলাফে সেই সংখ্যা আরও বাড়ল। ফলে দেশে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৭ হাজার ৭৫-এ। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৮৬ জন। গতকালের তুলনায় সামান্য কম। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪১ হাজার ৫৮৫ জন। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ৬ লক্ষ ৭ হাজার ৩৮৪।

Advertisement

[আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল পদে ইস্তফার পরই নয়া পদে জিসি মুর্মু]

লকডাউন শিথিল হয়ে গেলে যে লাফিয়ে বাড়বে সংক্রমণ, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এমনকী এও বলা হয়েছে, সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা শিখর ছোঁবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতির থেকেও সংখ্যার নিরিখে ভয়ংকর হবে দেশের চেহারাটা। তবে আক্রান্তের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তার ভাঁজ গভীর করলেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করেছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৬ জন। 
রোগী চিহ্নিত করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার উদ্দেশ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নমুনা পরীক্ষাও।

[আরও পড়ুন: বিহার সীমান্তের বিতর্কিত জমিতে হেলিপ্যাড বানাচ্ছে নেপাল, তীব্র প্রতিবাদ ভারতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement