আনলক ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৮ লক্ষ ১৮ হাজার ৫৭১ জন। মৃত্যু হয়েছে ৯২ হাজার ২৯০ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৪১ হাজার ০৫৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৬৬৫ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১১.১১: দিল্লিতে করোনা আক্রান্ত ৫০ শতাংশ ব্যক্তিই হোম আইসোলেশনে সুস্থ হয়ে গিয়েছেন, দাবি সমীক্ষায়।
রাত ১০.৫৮: অন্য জায়গা থেকে আসা ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নিয়ম প্রত্যাহার করল চণ্ডীগড় প্রশাসন।
Chandigarh administration withdraws orders related to 14 days self-home quarantine mandatory for all visitors coming from outside Tricity (Chandigarh, Mohali & Panchkula).
— ANI (@ANI) September 25, 2020
রাত ১০.৪৩: ঝাড়খণ্ডে আক্রান্ত আরও ১,২৬১।
Jharkhand reported 1,261 new COVID-19 cases, 1,270 recoveries and 6 deaths today, taking total cases to 77,709 including 64,515 recoveries, 661 deaths and 12,533 active cases: State Health Department pic.twitter.com/TF5yJFy4qn
— ANI (@ANI) September 25, 2020
রাত ১০.৩১: করোনা আক্রান্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি।
जोहार,
1. मेरे प्रिय प्रदेशवासियों, कोविड-19 के शुरुआती लक्षण दिखाई देने पर मैंने अपना टेस्ट करवाया और मेरी कोरोना रिपोर्ट पॉजिटिव आई है।आप सभी की प्रार्थना एवं आशीर्वाद से मैं जल्द ही स्वस्थ होकर लौटूंगा और पुनः जनसेवा में जुट जाऊंगा।
— Babulal Marandi (@yourBabulal) September 25, 2020
রাত ৯.৪৪: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত আরও ১৭৬ জন।
Himachal Pradesh reports 176 new coronavirus cases, taking active cases to 3,976 and death toll to 152: State Health Department pic.twitter.com/GyKpdNjfNn
— ANI (@ANI) September 25, 2020
রাত ৯.২০: ওড়িশার ক্রীড়ামন্ত্রী তুষারকান্তি বেহেরা করোনা আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
রাত ৮.৫৯: জম্মু-কাশ্মীরে আক্রান্ত আরও ১,২১৮ জন।
1,218 new #COVID19 cases reported in Jammu and Kashmir today; 642 from Jammu division and 576 from Kashmir division. Total number of cases now at 69,832 including 19,170 active cases, 49,557 recoveries and 1105 deaths: Govt of Jammu and Kashmir
— ANI (@ANI) September 25, 2020
রাত ৮.০৩: গুজরাটে আক্রান্ত আরও ১,৪৪২ জন।
1,442 new #COVID19 cases reported in Gujarat today. The total number of cases in the state now stands at 1,30,391 including 16,505 active cases, 1,10,490 discharged cases and
3,396 deaths: State Government— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৭.৫৪: মহারাষ্ট্রে আক্রান্ত আরও ১৭ হাজার ৭৯৪ জন।
Maharashtra reports 17,794 new #COVID19 cases, 19,592 recoveries & 416 deaths in the last 24 hours, taking total positive cases to 13,00,757 till date, including 2,72,775 active cases, 9,92,806 discharges & 34,761 deaths: State Health Department pic.twitter.com/aB50XeCFNx
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৭.৪৯: বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৯০। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
সন্ধে ৭.৩৫: দিল্লিতে আক্রান্ত আরও ৩,৮২৭ জন।
Delhi reported 3,827 new #COVID19 cases (out of 59,134 tests), 4,061 recoveries & 24 deaths today, taking total positive cases to 2,64,450 including 2,28,436 recoveries, 30,867 active cases & 5,147 deaths. 11,797 RTPCR/CBNAAT/True Nat tests conducted today:Delhi Health Department pic.twitter.com/FNneAm9CsT
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৭.৩৩: উত্তরাখণ্ডে আক্রান্ত আরও ৯২৮ জন।
928 fresh COVID19 cases reported in Uttarakhand today, taking the total number of cases in the state to 45,332 including 33,642 recoveries, 10,934 active cases and 555 deaths: State Government pic.twitter.com/tVZGg9SReI
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৭.০৩: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৪৪ জন।
Chandigarh reports 244 new positive cases today. The total number of cases is now 11,212 including 2,390 active cases, 8,677 recoveries and 145 deaths: UT Government
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৬.৫৩: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৭ হাজার ৭৩ জন।
48 deaths and 7,073 fresh COVID19 cases reported in Andhra Pradesh, in the last 24 hours. The total number of cases in the state increase to 6,61,458 including 67,683 active cases, 58,8169 recoveries and 5,606 deaths: Andhra Pradesh Government
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৬.৪২: পুদুচেরিতে মোট করোনা আক্রান্ত ২৫,৪৮৯ জন।
Puducherry’s COVID19 case tally stands at 25,489 including 19,781 recoveries, 5,214 active cases and 494 deaths: Puducherry Government pic.twitter.com/FlsRRfIRjQ
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৬.৪১: মণিপুরে আক্রান্ত আরও ২৫৪ জন।
Manipur reported 254 new COVID-19 cases & 233 recoveries today, taking total cases to 9,791 including 7,602 recoveries & 63 deaths: State Health Department pic.twitter.com/1qTPIYX3h3
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৬.৩৭: রাজস্থানে আক্রান্ত আরও ২ হাজার ১০ জন।
2,010 new #COVID19 cases and 15 deaths reported in Rajasthan today. The total number of cases rises to 1,24,730 including 19,030 active cases and 1,412 deaths: Health Department, Rajasthan pic.twitter.com/gguSmjpoBU
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৬.৩০: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৬৭৯ জন।
Tamil Nadu reported 5,679 new COVID-19 cases, 5,626 recoveries & 72 deaths today, taking total cases to 5,69,370 including 5,13,836 recoveries, 9,148 deaths & 46,386 active cases: State Health Department pic.twitter.com/A4C1NrtdqC
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৬.২৮: দিল্লির উপ মু্খ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার প্লাজমা থেরাপি করা হবে।
Plasma therapy has been administered to Delhi Deputy Chief Minister Manish Sisodia who is suffering from dengue & COVID-19 at Max hospital, Saket. He was shifted from Lok Nayak Jayaprakash Hospital to Max hospital yesterday: Office of Deputy CM pic.twitter.com/yC0gXLGmlC
— ANI (@ANI) September 25, 2020
সন্ধে ৬: মহারাষ্ট্রে ফের আক্রান্ত ২৮১ জন পুলিশকর্মী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের।
281 police personnel tested positive for #COVID19 and 4 died in the last 24 hours, taking total cases to 22,269 in the force including 18,711 recoveries, 3,319 active cases and 239 deaths: Maharashtra Police pic.twitter.com/F2Ll9ot3KO
— ANI (@ANI) September 25, 2020
বিকেল ৫.২০: গত ২৪ ঘণ্টায় মিজোরামে আক্রান্ত হলেন ১৮৩ জন।
বিকেল ৫: বিহারে ফের আক্রান্ত ১৬৩২ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩১৯।
1,632 #COVID19 cases have been reported on 24th September in Bihar. Taking total count of active cases to 15,319: State Health Department pic.twitter.com/4Uhs6nN6p7
— ANI (@ANI) September 25, 2020
বিকেল ৪.৪০: শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্যেই করোনা আবহে বাদল অধিবেশন করতে পারল ভারত। বলছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
The #MonsoonSession held recently amid COVID-19 pandemic was a challenging one, but India’s democracy is strong and people have faith in it: Lok Sabha Speaker Om Birla pic.twitter.com/MCy0S32BCT
— ANI (@ANI) September 25, 2020
বিকেল ৪.১০: শুক্রবার ক্লাস সিক্স থেকে নাইন ও ইলেভেন পর্যন্ত দ্বিতীয় দফার অনলাইনে ভরতির প্রক্রিয়া চালু করল দিল্লি সরকার। ভরতির শেষ তারিখ ৩ অক্টোবর।
Delhi Government issues a circular for the second phase of the Online Admission Process of Classes VI to IX & XI under Non-Plan Admissions 2020-21. The registration has been reopened today and will last till 3rd October: Delhi Government
— ANI (@ANI) September 25, 2020
দুপুর ৩.৩০: অন্য রাজ্য থেকে যাঁরা অসমে আসছেন তাঁদের আরটি-পিসিআর টেস্টের রেজাল্ট বের হতে ২৪ ঘণ্টা সময় লাগছে। তাই তাঁদের কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা ১০দিন থেকে ২৪ ঘণ্টা কমানো হচ্ছে। তবে যাঁরা সুস্থ হয়েছেন তাঁদের অসমে প্রবেশ করার সময় টেস্ট করার বা কোয়ারেন্টাইনে থাকার দরকার নেই বলে জানালেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
People coming to Assam will undergo RT-PCR tests & will be given result within 24 hrs. So, quarantine is reduced to 24 hrs from 10 days. Anyone who has recovered from #COVID will not be required to undergo quarantine or testing on arrival:Assam Health Minister Himanta Biswa Sarma pic.twitter.com/02Vc5TXM8d
— ANI (@ANI) September 25, 2020
দুপুর ২.৩০:লকডাউনে বাতিল হওয়া বিমানের ভাড়া ফেরতের মামলার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।
Supreme Court reserves its order on a batch of pleas seeking refund of airfare to passengers whose flights were cancelled during the lockdown due to #COVID19. pic.twitter.com/Z5VC9TsfVr
— ANI (@ANI) September 25, 2020
দুপুর ১.৩০: রেকর্ড গড়ে দেশজুড়ে একদিনে পরীক্ষা হল ১৪ লক্ষ ৯২ হাজার ৪০৯টি নমুনা।
In a landmark achievement, for the first time, a record of nearly 15 lakh #COVID19 tests has been conducted in a single day. With 14,92,409 tests conducted in the last 24 hours, cumulative tests have touched nearly 7 crores (6,89,28,440): Ministry of Health & Family Welfare pic.twitter.com/9gQLb7SgSg
— ANI (@ANI) September 25, 2020
দুপুর ১২.৫০: বিহার নির্বাচনের জন্য ৭ লক্ষ স্যানিটাইজার ইউনিট, ৪৬ লক্ষ মাস্ক, ৬ লক্ষ পিপিই কিট, ৬.৭ লক্ষ ফেসশিল্ড ও ২৩ লক্ষ হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করা হচ্ছে।
দুপুর ১২.৪০: আক্রান্ত ভোটাররা বিহার নির্বাচনের শেষদিনে নিজেদের কেন্দ্রে ভোট দিতে পারবেন বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন।
দুপুর ১২.২০: নেগেটিভ হল অর্জুন রামপালের নমুনা পরীক্ষার ফল।
দুপুর ১২টা: লাদাখে নতুন করে আক্রান্ত ৩৬ জন। মারা গিয়েছেন তিন জন।
36 new cases & three deaths reported in Ladakh;
49 patients cured & discharged: Department of Information & Public Relations, Ladakh. #COVID19 pic.twitter.com/rbiJpJowp9— ANI (@ANI) September 25, 2020
দুপুর ১১.১০:অক্টোবরে লখনউ ও গোরক্ষপুরে শুরু হবে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের ফেজ থ্রি-র ট্রায়াল।
সকাল ১০.৩০: অক্সফোর্ডের ফেজ-থ্রি ট্রায়াল থেকে বাতিল সাত জন স্বেচ্ছাসেবক।
সকাল ৯.৩৫: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হলেন ৮৬ হাজার ৫২ জন। মৃত্যু হয়েছে ১,১৪১ জনের।
India’s #COVID19 case tally crosses 58-lakh mark with a spike of 86,052 new cases & 1,141 deaths in last 24 hours.
The total case tally stands at 58,18,571 including 9,70,116 active cases, 47,56,165 cured/discharged/migrated & 92,290 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/MQbENGXCxF
— ANI (@ANI) September 25, 2020
সকাল ৯: দেশজুড়ে একদিনে পরীক্ষা হল ১৩ লক্ষ ৮০ হাজার নমুনা।
সকাল ৮.৪০: আক্রান্ত রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সকাল ৮.২০: আক্রান্ত হলেন তিহার জেলের ডিরেক্টর জেনারেল (প্রিজন) সন্দীপ গোয়েল।
সকাল ৮টা: বিশ্বজুড়ে আক্রান্ত ৩ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৪৪৬। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৮৭ হাজার জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩৯ লক্ষ ২৫ হাজার ৫৮ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.