সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় ফের মাওবাদী হামলা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে এই ঘটনা উদ্বেগে রাখল প্রশাসনকে। শুক্রবার ভোর মাওবাদীদের একটি দল হামলা চালাল দইকাল্লু রেলস্টেশনে। জানা গিয়েছে, ওই দলে ৩০ জনেরও বেশি মাওবাদী ছিল।প্রথমে টিকিট ঘরে ভাঙচুর ও পরে দু’টি বিস্ফোরণও ঘটায় তারা। এমনকী মারধর করা হয় স্টেশনমাস্টারকেও। এরপরেই দু’টি ওয়াকিটকি নিয়ে পালিয়ে যায়। প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করে এদিন দেওয়ালে পোস্টারও লাগায় মাওবাদীরা।
Odisha: More than 30 naxals attacked Doikallu Rly Station in early morning hours and caused two explosions, fled with two walkie-talkie sets
— ANI (@ANI_news) March 31, 2017
#UPDATE More than 30 naxals attacked Doikallu Rly Station causing 2 explosions & left posters protesting PM Modi’s upcoming visit to Odisha. pic.twitter.com/1qWCrrYJSU
— ANI (@ANI_news) March 31, 2017
ওড়িশার বন্ধুগুড়া শহরে অবস্থিত দইকাল্লু রেলস্টেশনটি। ঘটনার পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে দইকাল্লু স্টেশন ও তার আশপাশের অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৩টি ট্রেনও। এই এলাকায় মাওবাদীদের ক্ষমতা যে এখনও কমেনি, এদিনের ঘটনা সেটা আরও একবার প্রমাণ করে দিল। পাশাপাশি রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন।
এদিকে, ৫ এপ্রিল থেকে ভুবনেশ্বরে বিজেপির দু’দিন ব্যাপী জাতীয় নির্বাহী বৈঠক শুরু হচ্ছে। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ওই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া উপস্থিত থাকবেন লালকৃষ্ণ আডবানি, এমএম যোশির মতো বিজেপির শীর্ষ নেতারা। হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদিও। কিন্তু বৈঠকের আগেই মাওবাদীদের এহেন হামলায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.