দেশে আনলকের দ্বিতীয় পর্বেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে ৬ লক্ষ ৪ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৩৪ জনের। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮১৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯৯ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১১.০২: উত্তরপ্রদেশে আরও করোনা পরীক্ষা প্রয়োজন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পরামর্শ অমিত শাহের।
রাত ১০.২১: ফের একদিনে মহারাষ্ট্রে রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ হাজার ৩৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৬২৬ জন।
রাত ৯: করোনায় আক্রান্ত জলপাইগুড়ির এক রাষ্ট্রায়ত্ব ব্যাংকের প্রধান শাখার ডেপুটি ম্যানেজার।
রাত ৮.৫০: ১০ দিন পর করোনামুক্ত টেনিস তারকা জকোভিচ ও তাঁর স্ত্রী, স্বস্তি ভক্তদের। উপসর্গ না থাকায় বাড়িতেই চিকিৎসা করাচ্ছিলেন বিশ্বের একনম্বর টেনিস খেলোয়াড়।
রাত ৮.৪৭: করোনা সতর্কতা বিজেপিতে। দলের যুব সংগঠনকে পথে নেমে জমায়েত করে আপাতত কোনও কর্মসূচি করতে নিষেধ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর দিলীপের নির্দেশ আসার পরই গত বুধবার বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে যুব মোর্চার কর্মসূচি ঘোষণা করেও বাতিল করে দেন সংগঠনের রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ।
রাত ৮.১৭: বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় Prawn পদ্ধতি বাধ্যতামূলক করল বাংলার সরকার।
সন্ধে ৭.৪৫: উচ্চমাধ্যমিকের পর কলেজ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যে সম্ভব নয় বলে মেনে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ামক কমিটি সিন্ডিকেট ভারচুয়াল বৈঠকে বসে। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দোপাধ্যায় জানিয়েছেন, “করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের এনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।”
সন্ধে ৭.৩০: বাংলায় আনলক টুতেও হু হু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৬৪৯ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৮১৯ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৯৯ জনের।
সন্ধে ৭.১৮: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ১৫০২ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।
19 deaths and 1502 new COVID19 cases reported in the state till 5pm today; the total number of positive cases in the state is now 18,016: Karnataka Health Department pic.twitter.com/yUYcKOahEZ
— ANI (@ANI) July 2, 2020
সন্ধে ৭.০৬: পাঞ্জাবে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৮৪ জন।
Punjab’s COVID19 case tally reaches 5784, with 120 new positive cases reported today: State Health Department
— ANI (@ANI) July 2, 2020
সন্ধে ৬.৫৫: অবস্থার অবনতি হওয়ায় অ্যাপোলো হাসপাতালে ভরতি করা হল নাইসেডের অধিকর্তা শান্তা দত্তকে।
সন্ধে ৬.৩৭: গত ২৪ ঘণ্টায় গোটা দেশে কোভিড মুক্ত হয়েছেন ১১ হাজার ৮৮১ জন। ভারতে সুস্থতার হার ৫৯.৫২ শতাংশ।
During the last 24 hours, a total of 11,881 #COVID19 patients have been cured, taking the cumulative figure to 3,59,859. This further takes the recovery rate to 59.52%. Presently, there are 2,26,947 active cases and all are under medical supervision: Government of India
— ANI (@ANI) July 2, 2020
সন্ধে ৬.১৩: পরিযায়ীদের কাছে কাজের দরজা খুলে দিতে ই-এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অনলাইন পোর্টাল চালু করল পুরুলিয়া জেলা প্রশাসন।
সন্ধে ৬.০৯: করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক অমিত শাহর।
Delhi: Union Home Minister Amit Shah’s review meeting with UP CM Yogi Adityanath, Haryana CM Manohar Lal Khattar and Delhi CM Arvind Kejriwal over #COVID19 situation in Delhi-NCR, ends. https://t.co/B6geNDNInW
— ANI (@ANI) July 2, 2020
বিকেল ৫.৪৭: আনলক টু’তে আগামী ৬ জুলাই থেকে পর্যটকদের খুলছ বিভিন্ন স্মৃতিসৌধের দরজা। খুলছে লাল কেল্লা ও তাজমহলও।
বিকেল ৫.৩০: নবান্নে করোনার হানা। সংক্রমিত এক মহিলা আইএএস। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের যুগ্ম সচিব তিনি। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন ওই আমলা। শুক্রবার কাজে যোগ দিয়েছিলেন। ওইদিন দফতরে থাকাকালীন কোনও সমস্যা হয়নি। বাড়ি ফিরলে জ্বর আসে তাঁর। লালারস পরীক্ষা করেন। রিপোর্ট পজিটিভ আসে।
বিকেল ৫.০০: করোনা আবহে নির্বাচনবিধিতে বদল আনছে জাতীয় নির্বাচন কমিশন। কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ব্যক্তিরা ও ৬৫ বছরের উর্ধ্বে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালেটে ভোট দিতে পারবেন।
বিকেল ৪.০০: চিকিৎসক ও নার্সদের বিমান ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেবে ইন্ডিগো। চলতি বছরের শেষ পর্যন্ত মিলবে এই ছাড়।
দুপুর ৩.১৫: জুলাইতেও অনিশ্চিত NEET ও JEE। পরিস্থিতি বিচার করে তবে হবে পরীক্ষা। জানালেন মানব
Looking at circumstances & requests received from students&parents appearing for JEE&NEET exams, a committee consisting of National Testing Agency&other experts advised to review situation&submit its recommendations to HRD Ministry
latest by tomorrow: Union Minister R. Pokhriyal pic.twitter.com/ktWkc2HIhP— ANI (@ANI) July 2, 2020
সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।
দুপুর ৩.০০: মস্কো থেকে মধ্যপ্রদেশে ফিরলেন ১৪৩ জন ভারতীয়।
দুপুর ২.২০: মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ছড়ায়নি। জানালেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
দুপুর ২.০০: কোভিডজয়ীদের প্লাজমা দান করার আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ থেকে দিল্লিতে চালু প্রথম প্লাজমা ব্যাংক।
দুপুর ১.০০: এখন থেকে প্রেসক্রিপশন ছাড়াই করোনা টেস্ট করা যাবে, কেন্দ্র-আইসিএমআর নতুন নির্দেশিকা পাঠাল রাজ্যগুলিকে। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। তবে কাজ শুরু করতে গেলে রাজ্য সরকারকেও আলাদা করে বিজ্ঞপ্তি জারি করতে হবে।
দুপুর ১২.৪০: আজ দিল্লির পরিস্থিতি নিয়ে ফের বৈঠকে বসছেন অমিত শাহ।
সকাল ১১.৩০: উত্তরপ্রদেশে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে বৈঠকে যোগী আদিত্যনাথ।
Lucknow: Chief Minister Yogi Adityanath holds a meeting with the officers of ‘COVID-19 management Team-11’. pic.twitter.com/kDIKI7rGZj
— ANI UP (@ANINewsUP) July 2, 2020
সকাল ১১.২০: করোনা আক্রান্ত হয়ে কলকাতায় এক সেনাধিকারিকের মৃত্যু।
সকাল ১১.০০: মালদহের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করোনা পজিটিভ। পঞ্চায়েতের সবাইকে নিয়ে বৈঠক করেছিলেন। তাই মৌসম নুর-সহ ১৫০ কে কোয়ারেন্টাইনে পাঠানো হল।
সকাল ১০২০: মহারাষ্ট্রের বিভিন্ন জেলে থাকা ৩৬০ জন বন্দি করোনা আক্রান্ত। সংক্রমিত হয়েছেন ১০০ জন জেলকর্মীও।
Total 363 inmates&102 jail staff tested pisitive for #COVID19 till date.4 inmates have died due to COVID-19. Total 255 inmates&82 jail staff recovered so far.Mumbai Central Prison has reported maximum positive cases with 181 inmates 44 Jail staff positive: Maharashtra Prison Dept pic.twitter.com/1rsMsrI9A4
— ANI (@ANI) July 2, 2020
সকাল ১০.০০: আশা জাগাচ্ছে BioNTech। মানবদেহে কোভিড ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ ‘সফল’ বলে দাবি সংস্থার।
সকাল ৯.৪৩: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৯,১৪৮ জন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,০৪,৬৪১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৭,৮৩৪ জন।
434 deaths and 19,148 new #COVID19 cases in the last 24 hours. Positive cases in India stand at 6,04,641 including 2,26,947 active cases, 3,59,860 cured/discharged/migrated & 17834 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/rlKaWwgkXy
— ANI (@ANI) July 2, 2020
সকাল ৯.০০: আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫২ হাজার।
সকাল ৮.৩৬: দিল্লির কমনওয়েলথ স্টেডিয়াম ৬০০ শয্যার কোভিড হাসপাতালে পরিণত করা হচ্ছে।
সকাল ৮.৩০: গত ১২ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ।
সকাল ৮.২০: জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব বলছে বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ১০,৬৪৪,০৬৪ জন। মৃত্যু হয়েছে ৫,১৪,৫২৭ জনের।
সকাল ৮.১৫: করোনা ভাইরাস মহামারীর মাঝেই একাধিক ভুল পদক্ষেপ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী। আর তাই পদত্যাগ করলেন তিনি।
সকাল ৮.০০: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,০৩৮ জনে। ফলে সে দেশে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল। এদিকে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল প্রায় ১৪ লক্ষ ৪৯ হাজার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.