Advertisement
Advertisement

Breaking News

Corona

উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, একদিনে সংক্রমিত ২ হাজারের বেশি

চিনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার সাব ভ্যারিয়েন্ট।

More 2,139 people tested COVID-19 positive in Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 12, 2022 10:26 am
  • Updated:October 12, 2022 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম কাটতেই দেশের করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। পরপর দুদিন বেশ খানিকটা নিম্নমুখী ছিল কোভিড (COVID-19) গ্রাফ। তবে গত ২৪ ঘণ্টায় অত্যন্ত সামান্য হলেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। সংক্রমতি ২ হাজারেরও সামান্য বেশি। তবে বাড়ছে সুস্থতার হারও। ভারতে পরিস্থিতির উন্নতি হলেও চিনে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রমণের ২টি ভ্যারিয়েন্ট।

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা ২,১৩৯। যা মঙ্গলবার ছিল দু’হাজারের কম। একদিনে সুস্থ হয়েছেন ৩২০৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৬ শতাংশ। অ্যাকটিভ কেস (Active cases) ০.০৬ শতাংশ, অর্থাৎ মোট আক্রান্তের মাত্র ০.০৬ শতাংশ সক্রিয় করোনা রোগী। সংখ্যার হিসেবে যা ২৬,২৯৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২,৬৪, ২১৬। করোনায় মৃতের হার ১.১৯ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তে আলোর উৎসবেও দুর্যোগের আশঙ্কা, কালীপুজোতেও ভাসবে রাজ্য?]

প্রসঙ্গত, চিনে নতুন করে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এবিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)। নতুন করে করোনা বৃদ্ধি চিনের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

 

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট স্বামীর! অপমানে আত্মঘাতী বধূ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement