Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে যাত্রীবোঝাই বাস-মিনি ট্রাক সংঘর্ষ, অনেকের মৃত্যুর আশঙ্কা, শোকপ্রকাশ যোগীর

সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-লখনউ হাইওয়েতে।

Moradabad: Many feared dead in road accident on Delhi-Lucknow highway | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:June 28, 2021 10:53 am
  • Updated:June 28, 2021 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে (Moradabad)। সোমবার সকালে দিল্লি-লখনউ হাইওয়ের (Delhi-Lucknow Highway) উপর যাত্রীবোঝাই বাস ও মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটল। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রী মারা গিয়েছেন। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চলছে উদ্ধারকাজ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ পাঞ্জাব এবং পিলভিটের মধ্যে চলা একটি যাত্রীবোঝাই বাস দিল্লি-লখনউ হাইওয়ের উপর পাকবারা এলাকায় মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে। ওই সময় মিনি ট্রাকটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। বাসটিতেও ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। এরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।

Advertisement

[আরও পড়ুন: সত্যি রূপকথা! ১২টি আম বিক্রি করে বালিকার আয় ১.২ লক্ষ টাকা]

পুলিশ সরকারিভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানালেও বেসরকারি মতে, ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মোরাদাবাদ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁদের মধ্য অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। এই ঘটনায় ইতিমধ্যে মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের শুশ্রুষার জন্য আধিকারিকদের সমস্তরকম ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি।

 

[আরও পড়ুন: ড্রোন ‘হামলা’র পরই পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে শহিদ Police আধিকারিক, মৃত্যু স্ত্রী এবং মেয়েরও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement