সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে (Moradabad)। সোমবার সকালে দিল্লি-লখনউ হাইওয়ের (Delhi-Lucknow Highway) উপর যাত্রীবোঝাই বাস ও মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটল। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রী মারা গিয়েছেন। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চলছে উদ্ধারকাজ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ পাঞ্জাব এবং পিলভিটের মধ্যে চলা একটি যাত্রীবোঝাই বাস দিল্লি-লখনউ হাইওয়ের উপর পাকবারা এলাকায় মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে। ওই সময় মিনি ট্রাকটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। বাসটিতেও ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। এরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।
পুলিশ সরকারিভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানালেও বেসরকারি মতে, ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মোরাদাবাদ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁদের মধ্য অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। এই ঘটনায় ইতিমধ্যে মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের শুশ্রুষার জন্য আধিকারিকদের সমস্তরকম ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি।
Moradabad: Five died after a bus collided with a mini truck near Pakbara area
“The incident took place on the highway connecting Delhi to Rampur. Death of five persons have been reported so far. Injured have been admitted to the hospital,” says Amit Anand, SP City pic.twitter.com/DI2k487CsU
— ANI UP (@ANINewsUP) June 28, 2021
Chief Minister Yogi Adityanath expressed grief on the Moradabad incident. He has asked senior officials take care for treatment of the injured: Chief Minister’s Office, Uttar Pradesh
— ANI UP (@ANINewsUP) June 28, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.