সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত শুধু সূর্যকেই শক্তির বিরাট উৎস হিসেবে মানা হয়েছে। শক্তির জন্য পৃথিবী সূর্যের মুখাপেক্ষী হয়েই থেকেছে। তার ছায়ায় অনেকটাই ম্লান চাঁদ। কিন্তু এতদিনে বিজ্ঞানীরা চাঁদেও পেয়েছেন অফুরন্ত শক্তির হদিশ। চাঁদের ধুলো থেকেই যে শক্তি মিলবে তাতেই পৃথিবীর সমস্যা মিটে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এ ব্যাপারে বেশ কয়েক কদম এগিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরাও। ইসরোর নয়া প্রকল্পে এবার তা বাস্তবায়িত হওয়ার পথে।
শক্তির সমস্যা সারা পৃথিবীর বিজ্ঞানীদেরই ভাবিয়েছে। বিকল্প শক্তির উৎস সন্ধান করা হয়েছে বারবার। অপ্রচলিত শক্তির উৎসগুলির ব্যবহার বেড়েছে বিগত কয়েক দশকে। কিন্তু তাতে যে সংকট মিটবে এমনটা নয়। আর তাই চাঁদে অফুরন্ত শক্তি সন্ধান পেয়ে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। ইসরোর বিজ্ঞানী-অধ্যাপক শিবথনু পিল্লাই জানাচ্ছেন, চাঁদে প্রচুর পরিমাণে Helium-3 মেলে। লুনার ডাস্ট বা চাঁদের ধুলোতেই আছে এই হিলিয়াম। তা থেকেই মিলবে প্রচুর পরিমাণে শক্তি। যথাযথভাবে কাজে লাগালেই দেশের শক্তির সমস্যা মিটে যাবে, এমনটাই ধারণা বিজ্ঞানীদের। বিশ্বের অন্যান্য দেশও এই কাজ শুরু করেছে। পিছিয়ে নেই ভারতীয় বিজ্ঞানীরা। পিল্লাই জানাচ্ছেন, এই প্রকল্পতেই এখন নজর ইসরোর। সব ঠিকঠাক চললে ২০৩০ সালের মধ্যে চাঁদের সৌজন্যেই মিটে যাবে ভারতের শক্তি সংকট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.