Advertisement
Advertisement
Monsoon delayed

এবারও বঙ্গে দেরিতে বর্ষা, জানাল মৌসম ভবন

সংবাদ প্রতিদিন, ডিজিটাল ডেস্ক: ছিটেফোঁটার বৈকালিক বর্ষণ যতই মন ভোলাক, বর্ষার এবছর আসতে একটু দেরিই হবে৷ জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন৷ বাংলায় বর্ষার দেখা পেতে পেতে জুনের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যেতে পারে৷ কারণ কেরলেই মৌসুমি বায়ু ঢুকতেই প্রায় জুনের ৭ তারিখ হয়ে যাবে৷

Monsoon delayed by a week, likely to hit Kerala on June 7, says Met department.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 2:55 pm
  • Updated:May 16, 2019 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিটেফোঁটার বৈকালিক বর্ষণ যতই মন ভোলাক, বর্ষার এবছর আসতে একটু দেরিই হবে৷ জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন৷ বাংলায় বর্ষার দেখা পেতে পেতে জুনের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যেতে পারে৷ কারণ কেরলেই মৌসুমি বায়ু ঢুকতেই প্রায় জুনের ৭ তারিখ হয়ে যাবে৷

তবে, এই দেরি অস্বাভাবিক কিছু নয় বলেই দাবি আবহাওয়াবিদদের৷ কারণ মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবেশের দিন পয়লা জুন স্থির হলেও প্রতিবারই একটু আধটু আগে পরে হয় সেই সময়৷ ২০১৫ সালে বর্ষা প্রবেশ করেছিল জুন মাসের ৪ তারিখ৷ এবারে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দেশবাসীকে৷

Advertisement

অবশ্য এর মাঝে কালবৈশাখী ও বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে খনিকের বৃষ্টি মনে সাময়িক স্বস্তি আনবে৷ নিয়ন্ত্রণে রাখবে তাপমাত্রাকে৷ বৈকালিক এই বৃষ্টিতে রাতে তাপমাত্রা কম হলেও জুন পর্যন্ত দিনের বেলা রোদেই পুড়তে হবে বঙ্গবাসীকে৷ কারণ কেরল হয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি ঢুকতে সময় আরও খানিকটা লাগবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement