Advertisement
Advertisement

১২ জুন বর্ষা প্রবেশ করছে রাজ্যে, জানাল মৌসম ভবন

মৌসম ভবন জানিয়েছে, ১২ জুন বর্ষা ঢুকবে পশ্চিমবঙ্গে৷ ৯ জুন থেকে ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা মেঘের কারণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে৷

Monsoon arrives over Kerala coast, will cover rest of India by July 15
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2016 11:34 am
  • Updated:June 9, 2016 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝড়-ঝঞ্ঝা-প্লাবনে প্রবেশ করেছে কেরলে৷ এবারে পালা বঙ্গের৷ মৌসুমি বায়ুর আগমনে মঙ্গলবার রাত থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে কেরলের বিভিন্ন অংশে৷ ইতিমধ্যেই কেরলের ইদুক্কি জেলার ভজহাভারায় মৃত্যু হয়েছে স্থানীয় এসএফআই প্রেসিডেন্ট জোবি জনের৷ গুরুতর জখম হয়েছেন জনের মা৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এদিকে বর্ষামঙ্গল পাঠে আর কয়েকদিন মাত্র অপেক্ষা করতে হবে বাংলাকে৷ মৌসম ভবন জানিয়েছে,  ১২ জুন বর্ষা ঢুকবে পশ্চিমবঙ্গে৷ ৯ জুন থেকে ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা মেঘের কারণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে৷

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগরের দক্ষিণে মলদ্বীপ, কেরল, কর্নাটক ছাড়াও বঙ্গোপসাগরের মধ্যস্থলে প্রসারিত হয়েছে৷ সাধারণত প্রতি বছর ১ জুন বর্ষা প্রবেশ করে৷ তবে আবহাওয়া দফতর মঙ্গলবার সম্প্রচার করেছিল কেরলে বর্ষা আসবে ৯ জুন নাগাদ৷ এই বছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা৷

সারাবছরের মধ্যে জুন থেকে সেপ্টেম্বর মাসেই বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৭০ শতাংশ বৃষ্টিপাত হয়৷ দেশের জনসংখ্যার প্রায় ৬০ কোটি মানুষের রুটিরুজি নির্ভর করছে এই বৃষ্টিপাতের উপর৷ ভূবিজ্ঞান মন্ত্রকের বিজ্ঞানী এম রাজীবন বলেন, ২০১৭ সাল থেকে আরও উন্নত পূর্বাভাস ব্যবস্থা চালু হবে ভারতে৷ বিশেষজ্ঞদের মত, সঠিক আবহাওয়া জানা থাকলে কৃষকদের বীজরোপণ, বপণ থেকে ফলন পর্যন্ত সব কাজেই সুবিধা হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement