সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার ৫০ প্রহর শেষ৷
উত্তীর্ণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার ৫০ দিন৷ শুক্রবার ছিল বাতিল নোট ব্যাঙ্কে জমা করার শেষ দিন৷ তবে ১০ নভেম্বর ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ কেন্দ্র জারি করেছিল, তা এদিন প্রত্যাহার হয়নি৷ তবে উর্ধ্বসীমা বেড়েছে৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এদিন জানিয়েছে, ১ জানুয়ারি থেকে এটিএমে প্রতিদিন প্রতি কার্ডে ৪৫০০ টাকা তোলা যাবে৷ বর্তমানে এই সীমা দৈনিক ২৫০০ টাকা৷ তবে সাপ্তাহিক উর্ধ্বসীমা ২৪ হাজার টাকা অপরিবর্তিত থাকছে৷
৮ নভেম্বর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে কালো টাকা ও দুর্নীতি রোধ করার লক্ষ্যে বড় নোট রাতারাতি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন৷ এদিন অবশ্য তিনি ডিজিটাল অর্থনীতির পক্ষে ফের সওয়াল করেছেন৷ তবু নতুন বছরের নতুন সূর্যোদয়ের আগেই তিনি নোট বাতিল সিদ্ধান্তের সাপেক্ষে ফের কোনও বার্তা দিতে পারেন বলেই মনে করছে সব মহল৷
Cash withdrawal limit from ATMs increased to Rs 4,500 from Rs 2,500, its effective from January 1: RBI
— ANI (@ANI_news) December 30, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.