Advertisement
Advertisement

Breaking News

Mon killings

নাগাল্যান্ডে ১৩ গ্রামবাসী হত্যায় অভিযুক্ত সেনাকর্মীদের বিরুদ্ধে তদন্তে আপত্তি কেন? কেন্দ্রকে সুপ্রিম নোটিস

আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অবস্থান স্পষ্ট করতে হবে নরেন্দ্র মোদি সরকারকে।

Mon killings: Supreme Court issues notice to Centre

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:July 16, 2024 7:24 pm
  • Updated:July 16, 2024 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা জওয়ানদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়। তাঁদের গুলিতে নিরীহ নাগরিকদের মৃত্যু হওয়ার পরও নয়! ২০২১ সালে নাগাল্যান্ডের মন জেলায় সেনার গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর সেনা জওয়ানদের ‘রক্ষাকর্তা’ হয়ে দাঁড়ায় কেন্দ্র। নাগাল্যান্ড পুলিশ অভিযুক্ত সেনা জওয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও আপত্তি জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন এই অবস্থান? সেটা জানতে চেয়ে এবার সুপ্রিম কোর্ট নোটিস দিল কেন্দ্রকে।

২০২১ সালের ডিসেম্বরে নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হয়ে যায় ১৩ জন নিরীহ গ্রামবাসীদের দেহ। এহেন মর্মান্তিক ঘটনা তোলপাড় ফেলে দেয় গোটা দেশে। নিরাপত্তার নামে নিরীহ গ্রামবাসীর উপরে গুলি চালানো নিয়ে সেনাবাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠে যায়। সেই ঘটনার তদন্তে নাগাল্যান্ড পুলিশ বিশেষ তদন্তকারী দল অর্থাৎ SIT ঘঠন করেছিল। সেই সিটের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাতে অভিযুক্তদের খাতায় নাম আছে ৩০ জন সেনা আধিকারিকের।

Advertisement

[আরও পড়ুন: রেজিনগরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, পথ অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত এলাকা]

কিন্তু এর পরই তদন্তে বাধা দেয় কেন্দ্র। জানিয়ে দেওয়া হয়, ওই অভিযুক্ত সেনা জওয়ানদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয় যাবে না। আসলে নাগাল্যান্ডে দীর্ঘদিন ধরে AFSPA জারি আছে। সেসময় জানানো হয়, সেনার সেই বিশেষ ক্ষমতার জন্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আপত্তি জানিয়েছে কেন্দ্র।

[আরও পড়ুন: ১৮ বছরেই ইউটিউব দেখে বোমা তৈরিতে দক্ষ! জয়নগরে ধৃত তরুণের বয়ানে তাজ্জব পুলিশ]

এদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নাগাল্যান্ড সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেসময় নাগাল্যান্ডে সরকারে ছিল বিজেপিরই (BJP) জোটসঙ্গী এনডিপিপি। সেই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ২০২১ সালের ওই ঘটনায় অভিযুক্ত সেনাদের বিচারে কেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তির কারণ জানানোর নির্দেশ দিয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগেই অবস্থান স্পষ্ট করতে হবে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement