Advertisement
Advertisement

Breaking News

করোনা ভাইরাস

রাজ্য সরকারের পাশে মোহনবাগান, করোনা তহবিলে ২০ লক্ষ টাকা অনুদান ক্লাবের

রাজ্যে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়াল ১৫।

Mohun Bagan decides to donates 20 lakh rupees on WB emergency fund
Published by: Sulaya Singha
  • Posted:March 27, 2020 9:03 am
  • Updated:March 29, 2020 9:39 am  

চিন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও করোনা নিয়ে উদ্বিগ্ন ইটালি, স্পেন, ইরানের মতো দেশ। আক্রান্তের সংখ্যায় আবার বাকি সব দেশকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। ভারতের মাটিতেও নিজের আধিপত্য বিস্তার করে চলেছে নোভেল করোনা ভাইরাস। লাফিয়ে লফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৯ (দুই বিদেশি-সহ ২১)। আক্রান্তের সংখ্যা আটশো ছুঁইছুই। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। গোটা দেশে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া ভারত। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। করোনা পরিস্থিতির সমস্ত আপডেট –

রাত ১২.১০:  করোনা মোকাবিলায় এবার রাজ্য সরকারের পাশে এসে দাঁড়াল মোহনবাগান।  ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডে (West Bengal State Emergency Relief Fund) ২০ লক্ষ টাকা সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  শহরের প্রথম কোনও ফুটবল ক্লাবের কর্তারা এমন উদ্যোগ নিলেন। সকলকে সাহায্যের আবেদনও জানিয়েছেন তাঁরা।

Advertisement

রাত ৮.৪৫: তেহট্টে করোনায় আক্রান্ত আরও পাঁচ। এক ধাক্কায় সংক্রামিতের সংখ্যা বেড়ে ১৫। নতুন আক্রান্ত পাঁচজন একই পরিবারের সদস্য। তাঁরা দিল্লি গিয়েছিলেন এক বিয়ে বাড়িতে। সেখানে লন্ডন ফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিল ওই পরিবার। তারপরেও কোয়ারেন্টাইনে থাকেননি। আক্রান্তদের মধ্যে দুজন শিশুও রয়েছে। তাদের একজনের বয়স নয় মাস ও আরেক জনের বয়স ছয় বছর।এক ১১ বছরের এক কিশোর রয়েছে। 

রাত ৮.১০: ১৫০ জন জাপানের নাগরিককে ভারত থেকে ফিরিয়ে নিয়ে গেল সে দেশের সরকার।

রাত ৮.০০: পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET। মে মাসের শেষ সপ্তাহে পরীক্ষাগ্রহণ হতে পারে।

সন্ধে ৭.৪৫: রামায়ণের পর মহাভারতও পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত কেন্দ্রের। ২৮ মার্চ থেকে দূরদর্শনের দুপুর ১২টা ও সন্ধে ৭টায় সম্প্রচার করা হবে।

সন্ধে ৭.৩০: মহারাষ্ট্রে চিকিৎসকের (৮২) মৃত্যু হল। এই নিয়ে মহারাষ্ট্রে ছয় জনের মৃত্যু হল।

সন্ধে ৭.০০: বেলেঘাটা আইডির পাশে দাঁড়াল শিলিগুড়ি পুরসভা। কলকাতায় তাঁদের গেস্ট হাউসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করা হল।

সন্ধে ৬.৪০: করোনায় আক্রান্ত হলেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব।

সন্ধে ৬.৩৫: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। মোট সংক্রামিতের সংখ্যা প্রায় সাড়ে আটশো।

সন্ধে ৬.৩০: কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি নিজের সাংসদ তহবিল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করোনা ফান্ডে ২ কোটি টাকা দিলেন।

সন্ধে ৬.২০: ১০০০ কিট এসে পৌঁছল নাইসেডে। সেখান থেকে বিলি করা হবে।
সন্ধে ৬.১০: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আরোগ্য কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিকেল ৫.৩০: কলকাতা থেকে উত্তরবঙ্গ রওনা দিল ২৯ জন চিকিৎসক

বিকেল ৫.২০: তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত ১০জন।
বিকেল ৪.৪০:
আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। আজ তাঁর রিপোর্ট এসে পৌঁছেছে ১০, ডাউনিং স্ট্রিটে। সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সূূত্রের খবর, প্রশাসনিক কাজ চালাবেন ভিডিও কনফারেন্সে।  

বিকেল ৪.১৬: ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ সমস্ত অন্তর্দেশীয় বিমান পরিষেবা।
বিকেল ৪.০০:
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলে আয়কর লাগবে না। জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত একমাস বিনামূল্যে মিলবে রেশন। তিনমাস দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।  
বেলা ৩.৪৬:
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালকে চিঠি লিখে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর আবেদন রাহুল গান্ধীর। নিজের কেন্দ্র রায়বরেলিতে করোনার চিকিৎসায় সাংসদ তহবিলের সমস্ত টাকা দিলেন সোনিয়া গান্ধীও।
বেলা ৩.২৫:
কর্ণাটকের দক্ষিণ কান্নাড়ের ১০ মাসের এক শিশুও এবার আক্রান্ত এই মারণ রোগে।
বেলা ৩.১৬:
মহারাষ্ট্রে করোনা থেকে সম্পূর্ণ হয়ে বাড়ি ফিরলেন পাঁচজন। তবে আরও ভাইরাসের কবলে নতুন করে পড়লেন ১২ জন।
বেলা ২.৪৬:
নয়ডায় আরও দুজনের শরীরে মিলল করোনার জীবাণু। গ্রেটার নয়ডাতেও আক্রান্ত এক।
বেলা ২.২৫:
রাজস্থানে আক্রান্ত ৪৫ জনের মধ্যে ২১ জনই ভিলওয়াড়ার বাসিন্দা। এই এলাকারই এক বৃদ্ধ করোনার বলি হয়েছিলেন। 
বেলা ১.৪৭:
পাঞ্জাবে আরও পাঁচজনের শরীরে মিলল করোনা ভাইরাস। এখনও পর্যন্ত সে রাজ্যে আক্রান্ত ৩৮জন।
বেলা ১.০৩:
দেশে করোনার বলি আরও এক। কর্ণাটকের টুমাকুরুতে এই ভাইরাসের আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৬৫ বছরের বৃদ্ধ। গত ৫ মার্চ ট্রেনে দিল্লি গিয়েছিলেন তিনি। ফেরেন ১১ মার্চ। তাঁর সহযাত্রীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

বেলা ১২.৪৮: ভারতীয় রিজার্ভ ব্যাংকের ঘোষণা ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবারগুলিকে অনেকখানি স্বস্তি দিল। বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ১২.১৬:
দিল্লির ৩২৫টি স্কুলে আশ্রয় নেওয়া দুস্থদের দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করল দিল্লি সরকার। স্টেজ থ্রি মোকাবিলায় দিল্লিতে থাকা সমস্ত নাগরিকের বিশেষ খেয়াল রাখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বেলা ১২.০৩:
প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ২১ লক্ষ এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকা অনুদান দিল গুজরাটের সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা।
বেলা ১২.০০:
দিল্লির উত্তরপ্রদেশ ভবনে তৈরি হল কন্ট্রোল রুম। 011-26110151, 26110155 এবং 9313434088 নম্বরে ফোন করলে মিলবে সরকারি সাহায্য।
বেলা ১১.৪৫:
“সেনাদের সুরক্ষা সবার আগে। অপারেশন নমস্তে সফল হবেই। আপনারা বাড়িতে থাকুন। নিশ্চিন্তে কাজ করুন।” বললেন সেনাপ্রধান এমএম নারাভানে।
সকাল ১০.৪০:
সমস্ত ঋণের ইএমআই তিন মাসের জন্য স্থগিত করার কথা জানাল রিজার্ভ ব্যাংক।
সকাল ১০.২৫:
তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫। নাগপুরে আক্রান্ত আরও তিন। মহারাষ্ট্রে COVID-19 -এর শিকার ১৩৫জন।
সকাল ১০.০৯:
রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল RBI। রেপো রেট কমে হল ৪.৪ শতাংশ। ৯০ বেসিস পয়েন্ট কমল রিজার্ভ রেপো রেট।


সকাল ৯.৫৫:
নয়াবাদে করোনায় আক্রান্ত প্রৌঢ়ের অবস্থা সংকটজনক।
সকাল ৯.২৫:
করোনা মোকাবিলায় সংসদীয় তহবিল থেকে ২ কোটি বরাদ্দ করলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর।
সকাল ৯.০৩: সার্কভুক্ত রাষ্ট্রগুলির মেডিক্যাল বিশেষজ্ঞরা আজ করোনা মোকাবিলায় বসবেন ভিডিও কনফারেন্সে।
সকাল ৮.৪৫:
সকাল ১০ টায় সাংবাদিকদের মুখোমুখি হবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।

 , 2
সকাল ৮.৩৫:
শুক্রবার নতুন করে চিনে ভাইরাস মিলল আরও ৫০ জনের শরীরে। আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়াল। মৃত্যু হয়েছে ৩০০০-এরও বেশি মানুষের। 

[আরও পড়ুন: লকডাউনের পরও বাড়ি ফিরতে মরিয়া, অন্ধ্র-তেলেঙ্গানা সীমানায় উত্তেজনা]

সকাল ৮.২০: তীব্র সংকটে আমেরিকা। চিন ও ইটালির চেয়েও সে দেশে আক্রান্তের সংখ্যা বেশি। মার্কিন মুলুকে COVID-19 ভাইরাসের শিকার ৮২ হাজারেরও বেশি মানুষ। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৩ জনের।  
সকাল ৮.০০: তৃতীয় দিনে পা দিল লকডাউন। নিস্তব্ধ রাজ্য-সহ গোটা দেশ। মানুষের ঘরের বাইরে বেরনোর প্রবণতার হার তুলনামূলক কম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement