Advertisement
Advertisement
Naveen Patnaik

বরাদ্দ মাত্র দুই কনস্টেবল, নবীন পট্টনায়েকের নিরাপত্তা কমিয়ে দিল বিজেপি সরকার

নিরাপত্তা কমে যাওয়াটাকে গুরুত্ব কমে যাওয়া হিসাবেও দেখা হয়।

Mohan Charan Majhi government withdraws almost all security of Naveen Patnaik
Published by: Subhajit Mandal
  • Posted:November 1, 2024 10:49 am
  • Updated:November 1, 2024 10:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত! ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নিরাপত্তা কমিয়ে দিল ওড়িশার বিজেপি সরকার। নয়া বন্দোবস্তে নবীনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন মাত্র দুজন কনস্টেবল। তবে প্রয়োজনমতো এই নিরাপত্তা বাড়ানো হতে পারে বলে খবর সরকারি সূত্রে।

চলতি বছর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদ খোয়ালেও ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা পদে রয়েছেন নবীন। সেই হিসাবে ক্যাবিনেট মন্ত্রীর সমান নিরাপত্তা পাওয়ার কথা তাঁর। এত দিন রাজ্য সরকারের ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তাই পেতেন তিনি। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ সেটা কমিয়ে ওয়াই ক্যাটেগরি করে দেওয়া হয়েছে। ওড়িশা সরকারের ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত।

Advertisement

জানা গিয়েছে, এবার থেকে বিজু জনতা দলের প্রধানের নিরাপত্তার দায়িত্বে থাকবেন মাত্র দুজন কনস্টেবল। ওড়িশায় সাধারণত প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সঙ্গে দু’জন নিরাপত্তাকর্মী থাকেন। এর বাইরে প্রয়োজনমতো অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নবীনের ক্ষেত্রেও তেমনই হবে। তবে তিনি ভুবনেশ্বরের বাইরে গেলে স্থানীয় পুলিশকর্তারা তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে এভাবে নবীনের নিরাপত্তা কমে যাওয়াটাকে বিজেডি রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে দেখছে। আসলে নিরাপত্তা কমে যাওয়াটাকে ভারতীয় রাজনীতিতে অনেকসময় ‘সম্মানহানি’ বা গুরুত্ব কমে যাওয়া হিসাবেও দেখা হয়।

উল্লেখ্য, এই প্রথম বার ওড়িশায় একক ক্ষমতায় সরকার গড়েছে বিজেপি (BJP)। ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় বিজেপি জিতেছে ৭৮টি আসন। বিজেডি নেমে এসেছে ৫১ আসনে। কংগ্রেসের দখলে গিয়েছে ১৪টি আসন। ১টি আসন জিতেছে সিপিএম। জনা তিনেক নির্দল প্রার্থীও জিতেছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement