সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরের পর, এবার রামরাজ্যের দাবিতে সরব হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত৷ জানালেন, রাম মন্দিরের পাশাপাশি, দেশে রামরাজ্য নির্মাণ হওয়া প্রয়োজন৷ আরএসএসের সদস্যদের তিনি নির্দেশ দিলেন, মন্দিরের দাবিতে সংঘের যেসকল শাখা সংগঠন অযোধ্যায় ধর্মসভা চালাচ্ছে, তাঁদের পাশে থাকার৷
[ধর্ষণ মামলায় দ্রুত বিচার, তৈরি হচ্ছে ১০০০ বিশেষ আদালত]
‘প্রচারক বর্গ শিবির’ নামে ছ’দিন ব্যাপী একটি কর্মসূচি পালন করছিল আরএসএস৷ সেখানেই শুক্রবার অংশগ্রহণ করেন সরসংঘচালক মোহন ভগবত এবং উপস্থিত সদস্যদের সামনে তিনি উসকে দেন রামরাজ্যের প্রসঙ্গ৷ পাশাপাশি, রাম মন্দিরের দাবিতে সরব সংঘের শাখা সংগঠনগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন প্রত্যেককে৷ ভগবত জানান, “মন্দির কোনও রাজনৈতিক ইস্যু নয়, দীর্ঘদিন ধরেই এরসঙ্গে মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে৷ হিন্দুদের মনের সঙ্গে একাত্ম হয়ে রয়েছে মন্দির৷ তাঁরা মনেপ্রাণে বিশ্বাস করে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবেই৷ ফলে সমাজের অগ্রগতির জন্য এবং এই দাবি পূরণের লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করতে হবে৷” মন্দিরের দাবিতে অযোধ্যায় ধর্মসভা চালাতে যাতে সংঘের শাখাগুলির কোনও সমস্যা না হয় , সেদিকেও কর্মীদের নজর রাখতে বলেন তিনি৷ এখানেই শেষ নয়, সভায় উপস্থিত সংঘের ২৫০ জন আঞ্চলিক প্রধানকে ভবিষ্যতের রণকৌশলও বাতলে দেন সংঘ প্রধান৷ নির্দেশ দেন আরও জনসংযোগ বাড়ানোর এবং ধর্মান্তরিত ব্যক্তি, যাঁরা আবারও হিন্দু ধর্মে ফিরতে চান, তাঁদের ‘ঘর ওয়াপসি’তে সাহায্য করার৷
[স্বামী জীবিত থাকতেও মিলছে বিধবা ভাতা! উদাসীন প্রশাসন]
সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে অযোধ্যা মামলা৷ কিন্তু মন্দির ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপ বাড়াচ্ছে আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ মন্দির ইস্যুতে আলোচনার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছেন মোহন ভাগবত৷ প্রস্তাব দিয়েছেন, বিল এনে মন্দির নির্মাণের পথ প্রশস্ত করার৷ এরপরেই রাম মন্দির ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে চূড়ান্ত হুঁশিয়ারি দেয় আরএসএস। দ্রুত মন্দির নির্মাণ না হলে হিংসাত্মক আন্দোলনের ইঙ্গিত দেয় সংঘ। সংঘের মুখপাত্র ভাইয়াজি জোশী সাফ জানিয়ে দেন যে, প্রয়োজনে ১৯৯২-এর মতো আন্দোলনে যাবে আরএসএস। উল্লেখ্য, ১৯৯২-তে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল-সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের আন্দোলনের জেরেই অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরি মসজিদের পতন হয়, যার জেরে গোটা দেশে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.