সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে RSS প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, শিক্ষা ও সমৃদ্ধি বিবাহ বিচ্ছেদ ঘটায়। কারণ, শিক্ষা ও সমৃদ্ধি মানুষের মনে অহংকার তৈরি করে। ফলে ছোট ছোট বিষয নিয়ে অশান্তি করে পরিবারের সঙ্গে বিচ্ছেদ করছে মানুষ। তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি।
Today RSS Chief Mohan Bhagwat said that divorce rate is high in Educated people.
Ironically U.P which is among the least Educated state has the highest rate of divorce cases.
— Nенr_wно™ (@Nehr_who) February 16, 2020
রবিবার আরএসএসের কর্মিসভায় মোহন ভাগবত বলেন, “আজকাল বিবাহ বিচ্ছেদের মামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। লোকেরা ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া করে।” তাঁর কথায়, “শিক্ষিত এবং সমৃদ্ধ পরিবারেই বিবাহ বিচ্ছেদের ঘটনা বেশি। কারণ শিক্ষা এবং সমৃদ্ধি মানুষের মধ্যে অহংকার ডেকে আনে, যার ফলস্বরূপ পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।” আরএসএসের পক্ষ থেকে জারি করা একটা বিবৃতিতেও একথা বলা হয়েছে। এমনকী ভারতে হিন্দু পরিবার ছাড়া কোনও বিকল্প নেই বলেও জানান ভাগবত। আরএসএস প্রধানের কথায়, “হিন্দু সমাজ ছাড়া ভারতে কোনও বিকল্প নেই। তাই হিন্দু সমাজকে একটি পরিবারের মতো আচরণ করতে হবে।”
তবে তাঁর এহেন মন্তব্যের জেরে জোর বিতর্ক সোশ্যাল মিডিয়ায়। মোহন ভাগবতের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন রাজনৈতিক নেতা থেকে আমজনতা। অভিযোগ, RSS শিক্ষাবিরোধী। তাই এধরণের মন্তব্য করেছে। এমনকী কংগ্রেসের তরফেও নিন্দা করা হয়েছে।
RSS is always against the education. Earlier they used to keep us away from the education including women. Now they blame the education for divorce.
Just imagine If Babasaheb had not been there then what could have been the situation of women in India? https://t.co/lxLjYTiWPw— Dalit Congress (@INCSCDept) February 17, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.