Advertisement
Advertisement

Breaking News

Mohan Bhagwat

‘জয় শ্রীরাম’ স্লোগান সব জায়গায় দেওয়া যায় না, কর্মীদের সতর্ক করলেন ভাগবত

ভাগবতের এই বক্তব্যকে বিজেপির সেই সব কর্মীদের জন্যও সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে যারা রামের নামে স্লোগান দিয়ে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করার চেষ্টা করে।

Mohan Bhagwat: RSS chief objected to slogans

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:September 19, 2024 10:06 am
  • Updated:September 20, 2024 1:14 pm  

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: সর্বত্র ‘জয় শ্রীরাম’, ‘বন্দে মাতরম’ স্লোগান দেওয়া যায় না। এমনটাই মত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সরসংঘচালক মোহন ভাগবতের (Mohan Bhagwat)। বুধবার দিল্লিতে দামোদর সাতওয়ালেকরের লেখা চার বেদের হিন্দি ভাষ্য প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাগবত সমাপ্তি ভাষণ দিতে উঠতেই দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম, ‘বন্দে মাতরম’ ধ্বনি দেওয়া হয়। এরপর বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “সবকিছুরই একটা জায়গা রয়েছে। স্লোগানেরও জায়গা আছে, এটা সেই জায়গা নয়।”

ভাগবতের বক্তব্য তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিককালে সংঘ তথা বিজেপির বহু নেতা কর্মী সর্বত্রই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে থাকেন। এমনকি সংসদের অন্দরেও বিজেপি সাংসদদের দেওয়া জয় শ্রী রাম স্লোগানের ধ্বনিতে মুখরিত হতে দেখা গিয়েছে। বস্তুত ‘জয় শ্রীরাম’ ধ্বনিকে ধর্মীয় আগ্রাসন প্রকাশের মাধ্যম হিসাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকী অতীতে দেখা গিয়েছে নেতাজির স্মরণসভাতেও বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন। বহু সরকারি অনুষ্ঠানেও দেখা গিয়েছে জয় শ্রীরাম স্লোগান দিতে।

Advertisement

এদিন সংঘের সদস্য ও অনুগামীদের স্লোগান দেওয়ার জায়গা এটা নয় বলে ভাগবত তাদরকে সতর্ক করে দিলেন বলেই মনে করা হচ্ছে। বস্তুত ভাগবতের এই বক্তব্যকে বিজেপির সেই সব কর্মীদের জন্যও সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে যারা রামের নামে স্লোগান দিয়ে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করার চেষ্টা করে।

ভাগবত এদিন সনাতন ধর্মের উত্থানের সময় এসেছে বলেও দাবি করেছেন। তিনি বলেন, “সনাতন ধর্মের উত্থানের সময় এসেছে। এ বিষয়ে বিশ্বের দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে। আমরা এটাও জানি যে এই সময়ে, বেদের এই ভাষ্যগুলি একটি ইঙ্গিত দেয় যে এই বেদগুলি আমাদের এগিয়ে যাওয়ার মাধ্যম।” বেদ প্রসঙ্গে বলার সময়েই ভাগবতের মন্তব‌্য, বেদ নিয়ে কথা বলা আমার অধিকার নয়, আপনাদের উৎসাহ দিতে এসেছি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement