সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মহম্মদ জুবেইর (Mohammad Zubair)। বুধবার তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে ছ’টি মামলাতেই তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। সেই সঙ্গে তাঁর আবেদন মঞ্জুর করে সব মামলা একত্রিত ভাবে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু অন্য মামলাগুলি বিচারাধীন থাকার ফলে পুলিশি হেফাজতে বন্দি ছিলেন জুবেইর। বুধবার সন্ধে ছ’টার মধ্যে তাঁকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Supreme Court grants interim bail to fact-checking website Alt News co-founder Mohammad Zubair in all the six FIRs registered against him in Uttar Pradesh. pic.twitter.com/lsKXLKvLEz
— ANI (@ANI) July 20, 2022
শীর্ষ আদালত জানিয়েছে, “আমাদের মনে হয় প্রত্যেকটি মামলা থেকেই আপাতত জুবেইরকে জামিন দেওয়া উচিত। আইন বলে, গ্রেপ্তারির ক্ষমতা খুব কম ক্ষেত্রেই ব্যবহার করতে হয়। এখন যে মামলাগুলি রয়েছে, সেখানে জুবেইরকে আটকে রাখার কোনও যুক্তি নেই। নানা আদালতে ঘুরে ঘুরে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার কোনও মানে হয় না।” সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অন্য রাজ্যগুলিতেও জুবেইরের বিরুদ্ধে যা মামলা হয়েছে, সবকটির তদন্ত ভার নিতে হবে দিল্লি পুলিশকে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh) তরফ থেকে সুপ্রিম কোর্টে আরজি জানানো হয়েছিল, যেন টুইট করার অনুমতি না দেওয়া হয় জুবেইরকে। সেই বক্তব্যের উত্তরে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, “এই আরজির অর্থ একজন আইনজীবীকে বলা, আপনি আর সওয়াল করবেন না। একজন সাংবাদিককে লিখতে বারণ করা যায় কি? তিনি যদি আইন বিরোধী কথা লেখেন, তাহলে তাঁকে জবাব্দিহি করতে হবে। কিন্তু আগে থেকেই তাঁর উপরে কোনও নিষেধাজ্ঞা চাপানো যায় না। তাই আমরা এমন কোনও নির্দেশ দেব না।”
শীর্ষ আদালতের কাছে সমস্ত মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন জুবেইর। কিন্তু আপাতত মামলার তদন্ত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সমস্ত মামলার তদন্ত করবে দিল্লি পুলিশ (Delhi Police)। প্রসঙ্গত, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ২৭ জুন জুবেইরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আরও ছ’টি মামলা দায়ের করা হয় উত্তরপ্রদেশের নানা আদালতে। ফলে শীর্ষ আদালতে জামিন পেলেও স্থানীয় আদালতের রায়ের বলে জেলেই আটক ছিলেন AltNews-এর প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.