Advertisement
Advertisement

লোকসভা নির্বাচনের সেমিফাইনালে ভরাডুবি বিজেপির, কী বললেন মোদি?

গণতন্ত্রে মানুষই ম্যান অফ দ্য ম্যাচ, টুইট মমতার৷

Modi's reaction on election
Published by: Sayani Sen
  • Posted:December 11, 2018 12:04 pm
  • Updated:December 11, 2018 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরামে সকাল আটটা থেকে চলছে ভোটগণনা৷ তিন ঘণ্টার মধ্যে ফলাফলের ট্রেন্ডে ধরাশায়ী গেরুয়া শিবির৷ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান তিনটি রাজ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তিন রাজ্যেই হয়তো সরকার গড়তে পারে হাত শিবির৷ সভাপতি হিসাবে দলের দায়িত্ব পাওয়ার পর এটাই বড় সাফল্য রাহুল গান্ধীর৷ এদিকে, সেমিফাইনালে এহেন ভরাডুবিতে চিন্তিত মোদি ব্রিগেড৷ সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় এক্কেবারে প্রতিক্রিয়াহীন দলের ক্যাপ্টেন৷ নির্বাচনে পিছিয়ে থাকার বিষয়ে কোনও মন্তব্যই করলেন না নরেন্দ্র মোদি৷  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিন রাজ্যে ভরাডুবির প্রসঙ্গে একটিও শব্দ খরচ করেননি তিনি৷ বরং সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে বক্তব্য রাখেন মোদি৷ তিনি বলেন, ‘‘মতপার্থক্য থাকতেই পারে, তবে সবকিছু নিয়েই সংসদে আলোচনা হোক৷’’

[পাঁচ রাজ্যের রায় LIVE: গোবলয়ের ৩ রাজ্যেই সরকার গড়ার পথে কংগ্রেস, ‘হাত’ছাড়া মিজোরাম]

শুধু মোদিই নন, নির্বাচনের ফলাফলের প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি রাজনাথ সিংও৷ খারাপ ফলাফলের কারণ খুঁজতে গিয়ে নির্বাচনের টিকিট বন্টনে ভুল হয়েছিল বলেই দাবি করেন কৈলাস বিজয়বর্গীয়৷

[উর্জিতের পদত্যাগের জের, রেকর্ড পতন শেয়ার বাজার ও টাকার দামে]

নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পরই টুইটে বিজেপির বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে তিনি জানান, বিজেপি কৃষক-সহ সমাজের নিম্নস্তরের মানুষদের জন্য কোনও কাজই করেনি৷ তাই বিজেপিকে গ্রহণ করেননি সাধারণ মানুষ৷   

নির্বাচনের ফলাফল সামনে আসার সময় থেকেই উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীরা৷ চারদিকে শুরু হয়ে গিয়েছে জয়োল্লাস৷ সভাপতি রাহুল গান্ধীর বাড়ির সামনে হোমযজ্ঞও শুরু করেন দলীয় কর্মী সমর্থকরা৷ মেতে ওঠেন অকাল হোলিতেও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement