Advertisement
Advertisement

Breaking News

বিগ বি নন, ‘অতুল্য ভারত’-এর নয়া মুখ মোদি

বড়দিনের আগেই স্বয়ং প্রধানমন্ত্রী বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশি পর্যটকদের ভারতে আমন্ত্রণ জানাতে শুরু করবেন৷

Modi will be the new face of ‘Incredible India’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 6, 2016 4:04 pm
  • Updated:November 6, 2016 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খান অথবা অমিতাভ বচ্চনকে নয়, এবার ‘অতুল্য ভারত’-এর সমস্ত বিজ্ঞাপন ও পোস্টারে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এমনই সিদ্ধান্ত নিল পর্যটনমন্ত্রক৷

বলিউড সুপারস্টার আমির খান ভারতকে ‘অসহিষ্ণু’ আখ্যা দেওয়ায় তোলপাড় হয়েছিল গোটা দেশ৷ তারপরই অতুল্য ভারত-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরের তকমা হাতছাড়া হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের৷ যদিও বলা হয়েছিল, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়াতেই ‘অতুল্য ভারত’-এর বিজ্ঞাপনে আর দেখা যাবে না বলি অভিনেতাকে৷ শোনা যাচ্ছিল, তাঁর জায়গা নিতে পারেন বিগ বি এবং প্রিয়াঙ্কা চোপড়া৷ কিন্তু এবার পর্যটন মন্ত্রক সিদ্ধান্ত নিল, আর কোনও বলিউড তারকা নয়, স্বয়ং প্রধানমন্ত্রীই বিশ্বের সামনে ‘অতুল্য ভারত’কে তুলে ধরবেন৷

Advertisement

পর্যটন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত আড়াই বছর ধরে দেশ ও বিদেশের বিভিন্ন সভা ও অনুষ্ঠান মঞ্চে ভারতীয় পর্যটন নিয়ে নানা মন্তব্য পেশ করেছেন মোদি৷ সেই সব ভিডিও ফুটেজকেই এবার ‘অতুল্য ভারত’-এর প্রচারে কাজে লাগানো হবে৷ আপাতত সেই ভিডিও ফুটেজ বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে৷ আগামী ৪০-৪৫ দিনের মধ্যেই পর্যটন মন্ত্রক ঝাঁ চকচকে বিজ্ঞাপন দর্শকদের সামনে তুলে ধরবে৷ অর্থাৎ বড়দিনের আগেই স্বয়ং প্রধানমন্ত্রী বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশি পর্যটকদের ভারতে আমন্ত্রণ জানাতে শুরু করবেন৷

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা আগেও মোদিকেই এই ভূমিকায় সেরা বলে মনে করেছিলেন৷ তিনি বলেন, গত দু’বছরের বিভিন্ন দেশে গিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেখানকার মানুষের কাছে মোদির পরিচিতি অনেক বেশি৷ তাই অতুল্য ভারতের বিজ্ঞাপনে মোদিকে দেখা গেলে, তার গ্রহণযোগ্যতাও অনেক বেশি হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement