Advertisement
Advertisement

মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়

সকালের গণনার নিরিখে ৩০০-রও বেশি আসনে জয়ের দিকে এগোচ্ছে বিজেপি৷

Modi wave sweeps UP, ‘Mahagathbandhan’ humiliated
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 11, 2017 5:23 am
  • Updated:March 11, 2017 7:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হোলির রং এবার গেরুয়া৷ মোদি ম্যাজিকে ফিকে মহাজোট৷ এমনটাই ইঙ্গিত মিলছে প্রথম পর্যায়ের গণনার পর৷ উত্তরপ্রদেশের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতার দিকে এগোচ্ছে বিজেপি৷

ছবি - নন্দিতা রায়
ছবি – নন্দিতা রায়

প্রার্থনা-যজ্ঞে সাফল্য কামনা সব দলের, তৈরি হচ্ছে লাড্ডুও

Advertisement

৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে প্রয়োজন ২০৩টি আসনের৷ সেখানে সকালে ভোট গণনার পালের হাওয়া একেবারেই কেড়ে নিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি৷ ইতিমধ্যেই ৩০০-রও বেশি আসনে জয়ের দিকে এগোচ্ছে বিজেপি৷ যেখানে রাহুল-অখিলেশের জোট এগিয়ে মাত্র ৭৮টি আসনে৷ যার মধ্যে সপা একার ক্ষমতায় এগিয়ে পঞ্চাশেরও বেশি আসনে৷ কংগ্রেসের আসন সংখ্যা নামমাত্র৷ মায়বতীর বিএসপি-র দখলে মাত্র ১৮টি আসন৷

ছবি - নন্দিতা রায়
ছবি – নন্দিতা রায়

মাঝ আকাশে সংযোগ বিচ্ছিন্ন, ভারতীয় বিমানকে ফেরাল ফাইটার জেট

তবে কংগ্রেসের মুখ রক্ষা করেছে পাঞ্জাব৷ ৬৫ আসনে এগিয়ে থেকে সংখ্যা গরিষ্ঠতার পথে অনেকটাই এগিয়ে রাহুল গান্ধীর দল৷ আপ ও আকালি দলের সেখানে প্রাপ্তি ২৫ আর ২৭টি আসন৷ মণিপুর ও গোয়াতেও এগিয়ে কংগ্রেস৷ কিন্তু উত্তরাখণ্ডে আবার গেরুয়া ঝড়৷ ৭০টির মধ্যে ৫৫টি আসনেই এগিয়ে বিজেপি৷ অবশ্য সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু গো-বলয়৷ যাতে নির্বাচনের মুখ ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

‘প্রতি বছর ১০০-রও বেশি জওয়ান আত্মহত্যা করছেন’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement