সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘালয়ে নির্বাচন ২৭ ফেব্রুয়ারি। তার আগে সেখানে ভোটপ্রচারে এসে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা পবন খেরির কটুবাক্যের জবাবও দিলেন। পবন বলেছিলেন, ”মোদি তেরি কবর খুদেগি।” এই কটাক্ষের উত্তরে মোদি স্লোগান তুললেন, ”মোদি তেরা কমল খিলেগা।”
এদিন শিলংয়ে এক জনসভায় তাঁকে বলতে শোনা যায়, ”কিছু মানুষ, দেশ যাঁদের প্রত্যাখ্যান করেছে, তাঁরা দুঃখে ডুবে গিয়ে বলে বেড়াচ্ছেন, ‘মোদি তেরি কবর খুদেগি।’ কিন্তু দেশের মানুষ বলছেন, ‘মোদি তেরা কমল খিলেগা।’ এই সব মানুষকে দেশের জনতাই উত্তর দেবে।”
#WATCH | Some people who have been rejected by the country are immersed in sadness and are now saying ‘Modi teri kabar khudegi’ but the people of the country are saying ‘Modi tera kamal khilega’: PM Narendra Modi, in Shillong pic.twitter.com/ZfyKaPg2F9
— ANI (@ANI) February 24, 2023
এদিন নাগাল্যান্ডেও জনসভা করতে গিয়েছিলেন মোদি। সেখানেও কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। দাবি করেন, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে এটিএম হিসেবে ব্যবহার করত শতাব্দীপ্রাচীন দলটি। নাগাল্যান্ডের মতো রাজ্যকে দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চালাত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.