সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর আসীন হওয়া সময়ের অপেক্ষা মাত্র। ইঙ্গিত বহুদিন থেকেই ছিল। এবার তা বাস্তব হতে চলেছে। ঠিক তার আগেই কড়া বিদ্রূপ ছুটে এল গেরুয়া শিবির থেকে। বাণ হাতে তুলে নিলেন খোদ নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীকে সরাসরি ঔরঙ্গজেবের সঙ্গেই তুলনা করলেন তিনি। কংগ্রেসের রাজত্ব তথা ঔরঙ্গজেব রাজ যে দেশের মানুষ চায় না, তাও জানিয়ে দিলেন।
[ মর্মান্তিক, চার বছরের মেয়েকে গরম কড়াইয়ের উপর বসাল মা ]
অস্ত্র অবশ্য হাতে তুলে দিয়েছিলেন কংগ্রেস নেতা মনিশঙ্কর আইয়ারই। রাহুল গান্ধীর সভাপতি হওয়া, পরিবারতন্ত্রের জোরাল উদাহরণ বলেই তা নিয়ে সরব হয়েছে বিজেপি। গান্ধী পরিবারের পঞ্চম সদস্য হিসেবে কংগ্রেসের সর্বোচ্চ আসনে বসতে চলেছেন রাহুল। কিন্তু কেন রাহুল? সহ-সভাপতি হিসেবে কী তাঁর পারফরম্যান্স? এই প্রশ্নই উঠছিল। উত্তরে মনিশঙ্কর আইয়ার বলেন, “মোঘল আমলে কি ভোটভুটি ছিল? জাহাঙ্গিরের পর শাহজাহান সিংহাসনে বসবেন, এটাই তো দস্তুর।” তাঁর মন্তব্যেই প্রার্থিত অস্ত্রটি হাতে পেয়ে যায় বিজেপি। তোপ দেগে মোদি বলেন, “কংগ্রেস তো স্বীকারই করে নিল যে এটি একটি পারিবারিক রাজনৈতিক দল। এবার শাহজাহানের পর ঔরঙ্গজেব আসবে। দেশে ঔরঙ্গজেবের রাজত্ব চলবে।” কিন্তু দেশের মানুষ তা চায় না বলেই সাফ কথা মোদির।
Mani Shankar Aiyar said that ‘did elections happen during Mughal rule? After Jehangir, Shahjahan came, was any election held? After Shahjahan it was understood Aurangzeb will be the leader’. So Congress accepts its a family party? We don’t want this Aurangzeb rule: PM Modi pic.twitter.com/8gF08GiSRI
— ANI (@ANI) December 4, 2017
ধর্ম নিয়ে কংগ্রেসের রাজনীতি নিয়েও এদিন মুখ খুলেছেন মোদি। এতদিন এ অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। কিন্তু গুজরাট নির্বাচনে গিয়ে রাহুল নিজেও একের পর এক হিন্দু মন্দিরে গিয়েছেন। হিন্দু রাজনীতির তাস তিনিও গোপন করেননি। এদিন মোদি কটাক্ষ করে বলেন, “কংগ্রেস খুব ধর্মনিরপেক্ষতার কথা বলে। কিন্তু তারা কী করছে, কোথায় যাচ্ছে, তা তো আর গোপন থাকছে না। সকলেই সবকিছু দেখতে পাচ্ছেন।” ‘ঔরঙ্গজেব রাজের’ জন্য কংগ্রেসকে তিনি অভিনন্দন জানিয়েছেন। তবে জনাদেশই যে বিজেপির শক্তি, তা জানিয়ে দিতেও ভোলেননি।
Earlier, Congress would go out of the way to show their secularism but now we are all seeing what they are doing in this election, where they are going. Unfortunately for them, Muslims know their real nature: PM Modi #GujaratElection2017 pic.twitter.com/vredOl0z6a
— ANI (@ANI) December 4, 2017
এদিকে রাহুলের সভাপতি হওয়া নিয়ে বিজেপির অন্যান্য নেতারাও মুখ খুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, “ভোটাভুটি যা হচ্ছে সে শুধু নির্বাচন কমিশনকে দেখানোর জন্য। রাহুলই দলের মালিক। তাই কংগ্রেসকে এ ব্যবস্থা করতেই হবে। পুরোটাই দলের নিজস্ব বিষয়। কিন্তু দলের মধ্যে যে গণতন্ত্র বলে কিছু নেই তা এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল।”
He (Rahul Gandhi) is the owner of the party. His elevation & nomination are their personal matter. They are forced to make this arrangement (election) because of the regulations of EC. However, no democracy is left inside such a big party: Union Minister Dharmendra Pradhan pic.twitter.com/P9Ft2wtWWu
— ANI (@ANI) December 4, 2017
কটাক্ষ করেছেন মুখতার আব্বাস নকভিও। জানিয়েছেন, “কোনও কাজ না করেই রাহুলের যে পদোন্নতি হল, সে কারণে তাঁকে অভিনন্দন।” তবে কংগ্রেসের মতো ফিউডাল দলেই এ সব সম্ভব বলে কটাক্ষও করেছেন তিনি।
I congratulate Rahul Gandhi for his promotion without performance, can only be possible in a feudal setup: Mukhtar Abbas Naqvi,Union Minister pic.twitter.com/pT8VL6cutj
— ANI (@ANI) December 4, 2017
[ আন্তর্জাতিক মঞ্চে বয়ঃসন্ধির যন্ত্রণার কথা শোনাবে পুরুলিয়ার শীলা ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.