Advertisement
Advertisement
Modi surname case

মোদি পদবি মামলায় এখনই স্বস্তি নয় রাহুলের, মামলাকারী পূর্ণেশ মোদিকে নোটিস সুপ্রিম কোর্টের

নোটিস পাঠানো হয়েছে গুজরাট সরকারকেও।

Modi surname case: Supreme Court issues notice to complainant & Gujarat BJP MLA Purnesh Modi on Rahul Gandhi’s plea
Published by: Subhajit Mandal
  • Posted:July 21, 2023 11:54 am
  • Updated:July 21, 2023 11:54 am

সোমনাথ রায়, নয়াদিল্লি: মোদি পদবি মামলায় এখনও স্বস্তি পেলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর শাস্তি বাতিল বা স্থগিতাদেশ, প্রথম শুনানিতে কোনওটিই দিল না সুপ্রিম কোর্ট। তবে এদিন মামলাকারী পূর্ণেশ মোদি এবং গুজরাট সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

শুক্রবার মামলার শুনানির শুরুতেই রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি অন্তত কংগ্রেস নেতার শাস্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের দাবি জানান। তাঁর বক্তব্য ছিল, রাহুল ১১১ দিন ধরে ভুগছেন। সংসদের একটি অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি। আরও একটিতে পারবেন না। তাই অন্তত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু বিচারপতি বি আর গভই জানিয়ে দেন, অন্য পক্ষের বক্তব্য না শুনে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপরই তিনি গুজরাট সরকার এবং মামলাকারী পূর্ণেশ মোদিকে নোটিস পাঠান। ১০ দিনের মধ্যেই এই নোটিসের জবাব দেবেন মামলাকারীরা। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ আগস্ট। ততদিন রাহুলের স্বস্তি পাওয়ার আর কোনও সম্ভাবনা নেই।

Advertisement

২০১৯ সালের ১৩ এপ্রিল কর্নাটকের কোলারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করে রাহুল বলেন, “দুর্ভাগ্যজনক যে দেশের বড় বড় চোরেদের পদবি মোদি।” তৎকালীন কংগ্রেস সাংসদ ওই বক্তব্যের মধ্যে গোটা মোদি সমাজকেই অপমান করেছেন বলে গুজরাটের সুরাট আদালতে মামলা করেন পূর্ণেশ মোদি। সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাট আদালত। পরদিনই তাঁর সাংসদপদ খারিজ করে লোকসভার সেক্রেটারিয়েট। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হন রাহুল। কিন্তু সেখানেও নিম্ন আদালতের রায় বহাল থাকে। এর পরেই সুপ্রিম কোর্টে আবেদন করেন কংগ্রেস নেতা।

গত সোমবার এই মামলায় দ্রুত শুনানির আরজি জানান রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর প্রস্তাব ছিল সোমবার অথবা শুক্রবার মামলার শুনানি হোক। সেই প্রস্তাব মেনেই শুক্রবার শুনানির দিন ধার্য করে শীর্ষ আদালত। এদিনের শুনানিতেও রাহুল বড় কোনও স্বস্তি পেলেন না। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ আগস্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement