Advertisement
Advertisement

Breaking News

Modi INDIA

‘এনডিএ জোটের নামে অহংকারী ‘I’ জুড়েই I.N.D.I.A’, বিরোধীদের আক্রমণ মোদির

একাধিকবার ইন্ডিয়া জোটের নাম নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।

Modi slams opposition over naming their alliance INDIA | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 10, 2023 7:29 pm
  • Updated:August 10, 2023 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NDA-এর সঙ্গে দুটি ‘I’ যোগ করেছে অহংকারী বিরোধী জোট। ২৬টি দল ও একটি পরিবারের অহংকারের প্রতীক এই দু’টি আই। অনাস্থা প্রস্তাবের (No Confidence Motion) জবাবি ভাষণ দিতে গিয়ে বিরোধী জোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর মতে, জোটের নাম ইন্ডিয়া রেখে আসলে ভারত বিদ্বেষের ইঙ্গিত দিয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া নয় এই জোট আসলে ঘামান্ডিয়া।

ইন্ডিয়া জোটের (INDIA Alliance) নাম বলতে গিয়ে I.N.D.I.A হিসাবে উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ” আসলে ওদের অবস্থা এতই খারাপ যে এনডিএ-র থেকে নাম ধার নিতে হয়েছে। শুধু জোটের নামের সঙ্গে দুটো ‘আই’ জুড়ে নিয়েছে বিরোধীরা। একটা আই-এর অর্থ ২৬টি বিরোধী দলের অহংকার। অন্য আই হল ভারতের একটি পরিবারের অহংকার। ভারতকে I.N.D.I.Aতে ভেঙে দিয়েছে তারা।”

Advertisement

[আরও পড়ুন: ‘ওরা নো বল দিচ্ছে, আমরা সেঞ্চুরি হাঁকাচ্ছি’, অনাস্থার জবাবে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির]

আগেও একাধিকবার ইন্ডিয়া জোটকে নানাভাবে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। জঙ্গি সংগঠনের সঙ্গে একাসনে বসিয়েছেন এই জোটকে। অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণেও সেই একই কৌশল নিলেন মোদি। জোটের নাম নিয়ে আক্রমণের পর বিরোধীদের দুর্নীতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “অহংকারীদের এই জোটে সকলেই প্রধানমন্ত্রী হতে চান। এই জোট আসলে মূল্যবৃদ্ধি, দুর্নীতি, তোষণের গ্যারান্টি দেবে। কিন্তু মোদির গ্যারান্টি হল, ক্ষমতায় ফিরে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তুলব।”

[আরও পড়ুন: ‘বিরোধীরা কাউকে গালাগালি করলে তাঁর উন্নতিই হয়, উদাহরণ আমি’, লোকসভায় মন্তব্য মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement