সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরিব মানুষের থেকে বিনামূল্যে রেশন (Free Ration) কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে কংগ্রেস (Congress)। তবে কেউ পাপ করলেও মানুষের জন্য কাজ করা থামাব না। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই কংগ্রেসকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রসঙ্গত, আগামী পাঁচ বছরের জন্য দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেন মোদি। তার পরেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে কংগ্রেস। দলের দাবি, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের আগেই কীভাবে প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী?
বিতর্কের মাঝেই মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে ‘পাপী’ বলে দাগিয়ে দেন মোদি। তিনি বলেন, “আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ এনে আসলে গরিব মানুষের রেশন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে কংগ্রেস। তবে অন্যরা পাপ করতে চাইলে করুক। আমি দরিদ্র মানুষের জন্য কাজ চালিয়ে যাব।” সেই সঙ্গে কংগ্রেসশাসিত রাজ্যগুলোর কথাও তুলে ধরেন মোদি। তাঁর মতে, “ছত্তিশগড় আর রাজস্থানের মানুষ কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন। কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রীরা গড়াপেটা করে কালো টাকা ছড়াচ্ছেন।”
প্রসঙ্গত, শনিবার ছত্তিশগড়ের দুর্গে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, দেশের ৮০ কোটি মানুষকে আগামী পাঁচ বছর প্রতিমাসে বিনামূল্যে মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। কীভাবে কোনও নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী, এই অভিযোগে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে কংগ্রেস। চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলেও।
কংগ্রেসের দাবি, সিদ্ধান্ত নয়। প্রক্রিয়ার বিরোধী তারা। রাজ্যসভা সাংসদ তথা প্রধান মুখপাত্র জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, “কীভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হওয়ার আগে এই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী? তাও আবার নির্বাচনী প্রচারে গিয়ে?” তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়ে এসেছে কংগ্রেস। তাদের বক্তব্য, এই প্রকল্প আদতে তাদের আমলে চালু হওয়া জাতীয় খাদ্য সুরক্ষা আইনকে নতুন নামে পেশ করা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.