Advertisement
Advertisement

সাধারণ মানুষের কথা ভাবেন না মোদি: রাহুল

মোদির কড়া সমালোচনা করলেন কংগ্রেস সহ-সভাপতি৷

Modi shows he cares little about ordinary people: Rahul
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 5:16 pm
  • Updated:November 9, 2016 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া আচমকা পদক্ষেপকে কড়া ভাষায় সমালোচনা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ দেশের অভ্যন্তরে কালো টাকা রুখতে মোদির এই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে সমালোচনা করে তিনি বলেন, “কালোবাজারি টাকার বেশিরভাগই রয়েছে বিদেশে৷ আর যাঁরা এই টাকার লেনদেন করেন তাঁরা নানা ক্ষেত্রে এই টাকা বিনিয়োগ করে রাখেন৷ রাঘব বোয়ালদের ধরা সহজ নয়৷ তাঁরা যেমন গা ঢাকা দিয়ে ছিলেন, তেমনই রয়েছেন৷ বরং গোটা প্রক্রিয়ায় মোদি আবার প্রমাণ করে দিয়েছেন তিনি সাধারণ মানুষের জন্য কত কম ভাবেন৷ তাঁর এই হঠকারি সিদ্ধান্তের জন্য কত খুচরো ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ কিন্তু উনি বিষয়টি নিয়ে বেশ নির্লিপ্ত৷”

রাহুল এদিন ব্যঙ্গ করে মোদিকে দেশে এমন কঠিন পরিস্থিতি তৈরি করার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ ১০০০ টাকার নোট বাতিল করে এবং ২০০০ টাকার নোট চালু করার মাধ্যমে কালো টাকার ছড়াছড়ি ঠিক কীভাবে বন্ধ করবে কেন্দ্রীয় সরকার সেই প্রশ্নই করেছেন কংগ্রেসের যুবরাজ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement