Advertisement
Advertisement
Modi

‘সর্দার প্যাটেল বেঁচে থাকলে আরও আগে স্বাধীন হত সৈকত রাজ্য’, গোয়ায় মন্তব্য মোদির

মোদির মুখে গোয়ার মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা।

Modi Says Goa would've been liberated earlier had Sardar Patel lived longer | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 19, 2021 7:58 pm
  • Updated:December 19, 2021 7:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী গোয়ায় (Goa) সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Ballav Vai Patel) আবেগ উসকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর মতে সর্দার প্যাটেল বেঁচে থাকলে আগেই স্বাধীনতা পেত গোয়া। এইসঙ্গে গোয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ঢালাও প্রসংসা করলেন। রবিবার গোয়ায় সে রাজ্যের মুক্তি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়ার শ্যামা প্রসাদ মুখার্জ্জি স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও গোয়া তখনও পর্যন্ত পর্তুগিজ শাসনের অধীনে ছিল। পর্তুগিজ বাহিনীর হাত থেকে গোয়াকে মুক্ত করতে ভারতীয় সেনা ‘অপারেশন বিজয়’ (Operation Vijay) নামের একটি অভিযান চালায়। সেই দিনটিকে মনে রেখেই প্রতিবছর ১৯ ডিসেম্বরে মুক্তি দিবস পালিত হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে ‘অপারেশন বিজয়’-এ অংশগ্রহণকারী মুক্তি যোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাদের হাতে স্মারক সম্মান তুলে দেন প্রধানমন্ত্রী মোদি। এরপর ভোটমুখী রাজ্যটির জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ইউপি প্লাস যোগী, খুবই উপযোগী’, উত্তরপ্রদেশের নির্বাচনের আগে নয়া স্লোগান মোদির]

নিজের বক্তব্যে গোয়ার স্বাধীনতা নিয়ে বলতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সর্দার প্যাটেলের প্রসঙ্গ টানেন মোদি। বলেন, “এটা ভেবে ভাল লাগছে যে আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গেই গোয়ার মুক্তি দিবস একসঙ্গে পালিত হচ্ছে।” এরপর বলেন, “গোয়ার মুক্তির জন্য আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেল আরও কিছু দিন বেঁচে থাকলে এতদিন অপেক্ষা করতে হত না আমাদের।”

[আরও পড়ুন: দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ভারত, মোদিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিল ভুটান]

গোয়ার প্রাপ্তবয়স্ক ১০০ শতাংশ নাগরিকের কোভিডের টিকা নেওয়া হয়ে গিয়েছে, এ কথা মনে করিয়ে গোয়ার বিজেপি সরকারের ঢালাও প্রশংসা করেন মোদি। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তেরও (CM Pramod Sawant) প্রশংসা শোনা যায় মোদির মুখে। এইসঙ্গে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিক্করকেও (Former CM Manohar Parrikar) স্মরণ করেন রবিবার। বলেন, ”আজকে আমার বন্ধু ও সহকর্মী মনোহর পারিক্করের কথা মনে পড়ছে। ভাবতে ভাল লাগছে, তিনি যে কাজ শুরু করেছিলেন, সেই কাজ এখনও সমান গতিতে চলছে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement