Advertisement
Advertisement

Breaking News

কথায় নয়, সেনা সাহস দেখায় কাজে: মোদি

প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, সেনার কাজ কথায় জবাব দেওয়া নয়৷ কিন্তু নিজেদের কাজেই যে ভারতীয় সেনা তার সাহসের পরিচয় দেবে তাও স্পষ্ট করে জানিয়ে রাখলেন তিনি৷

 Modi Says Army doesn't speak but shows valour through its act
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 2:40 pm
  • Updated:September 25, 2016 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর তিনি দেশবাসীকে আশ্বাস দিয়েছিলেন যে আক্রমণের মূলচক্রীরা রেহাই পাবে না৷ শুক্রবার কোঝিকোড়ে ভাষণ দিতে গিয়েও জানিয়েছিলেন, উরির শহিদদের বলিদান বৃথা যাবে না৷ কিন্তু আশ্বাস সত্ত্বেও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে দেশবাসী৷ সেই প্রেক্ষিতেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদির বার্তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ৷ অনুষ্ঠানের ২৪তম পর্বে দেশবাসীকে বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, ভারতীয় সেনা কথায় নয়, কাজে সাহসের পরিচয় দেবে৷

সীমান্তে যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে ওঠা মাত্র প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত৷ মিসাইল-সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছে ইতিমধ্যেই৷ কিন্তু এখনও সরকারিভাবে যুদ্ধের অনুমোদন পায়নি ভারতীয় সেনা৷ যদিও উরি হামলার পর প্রশাসনের থেকেও কঠোর কোনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরাও৷ সেনার একাংশের মত, সহকর্মীদের মৃত্যুর পর কড়া বার্তা দিতে না পরালে সেনার মনোবলই ভেঙে পড়বে৷ যদিও ভারত চেষ্টা করছে কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার৷ আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার পক্ষে তীব্র সওয়াল শুরু করেছে ভারত৷ তাতে খানিকটা সাফল্যও এসেছে৷ মার্কিন কংগ্রেসের প্রতিনিধি টেড পো ইতিমধ্যেই পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে বিল পেশ করেছেন৷ কিন্তু এ সব সত্ত্বেও যুদ্ধের আশঙ্কা এড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

Advertisement

এই পরিস্থিতেই ‘মন কি বাত’-এ মোদি আজ কী বার্তা দেন তার অপেক্ষায় ছিল সাধারণ মানুষ৷ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, সেনার কাজ কথায় জবাব দেওয়া নয়৷ কিন্তু নিজেদের কাজেই যে ভারতীয় সেনা তার সাহসের পরিচয় দেবে তাও স্পষ্ট করে জানিয়ে রাখলেন তিনি৷ এদিন উরিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদি স্বীকার করে নেন প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনা যথেষ্ট উত্তেজিত৷ দেশবাসীও যে উত্তেজিত তাও মেনে নেন তিনি৷ তবে তাঁর মতে কথায় উত্তর দেওয়া সেনার কাজ নয়৷ কাশ্মীর প্রসঙ্গ টেনেই তাই মোদির বক্তব্য শান্তি ও একতাই ভারতের জাতিগত সাফল্যের চাবিকাঠি৷ সে পথেই যে সমস্ত সমস্যার সমাধান তাই মনে করেন তিনি৷ অর্থাৎ প্রকারন্তরে হিংসা নয়, শান্তির হয়েই বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement