Advertisement
Advertisement

Breaking News

অর্থমন্ত্রী ‘উত্তম বাজেট’ পেশ করেছেন: মোদি

রেল বাজেট এবং সাধারণ বাজেট এক হয়ে যাওয়ায় গোটা পরিবহণ ব্যবস্থার উন্নতি সম্ভব।

modi praises finance minister's budget
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 9:19 am
  • Updated:February 1, 2017 9:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট প্রস্তাবের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সংসদে ২০১৭-১৮ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঘোষণা করেছেন একাধিক প্রকল্পের। অর্থমন্ত্রীর বাজেট পেশের পরেই অনেকেই বাজেটের প্রশংসা করেছেন। সেই তালিকায় সবার উপরেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট পেশের পরেই দেশবাসীর উদ্দেশে ভাষণে মোদি এবারের বাজেটকে ‘উত্তম বাজেট’ আখ্যা দিয়েছেন। গ্রামের মানুষ, চাষি এবং গরিবদের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি এবং কালো টাকা উদ্ধারেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবারের বাজেটে। একথাই বলেন মোদি।

একনজরে দেখে নেওয়া যাক বাজেট নিয়ে আরও কী বলেছেন তিনি-

Advertisement

১. এই বাজেটে যে যে পদক্ষেপ করা হয়েছে তাতে সবার স্বপ্ন সত্যি হবে।

২. গরিব, চাষি এবং যুব সম্প্রদায়ের উন্নতির জন্য অর্থমন্ত্রী একটি ‘উত্তম বাজেট’ পেশ করেছেন।

৩. গত আড়াই বছরে দেশের উন্নতির জন্য যা যা করা হয়েছে এবং আগামী দিনে যে সমস্ত পদক্ষেপ করা হবে, এই বাজেট তাদের মধ্যে যোগসূত্র তৈরি করবে।

৪. রেল বাজেট এবং সাধারণ বাজেট এক হয়ে যাওয়ায় গোটা পরিবহণ ব্যবস্থার উন্নতি সম্ভব।

৫. চাষিদের আয় দ্বিগুণ করাই কেন্দ্রের মূল উদ্দেশ্য।

৬. বাজেটে গরিব, চাষি, দলিত, নিপীড়িত এবং গ্রামবাসীদের দিকেই নজর দেওয়া হয়েছে। তাঁদের উন্নতির জন্যই এবারের বাজেট।

৭. রেল বাজেটে যাত্রী সুরক্ষার দিকেই বেশি নজর দেওয়া হয়েছে।

৮. আবাসন প্রকল্পগুলিও এই বাজেট থেকে সুবিধা পাবে।

৯. দেশকে দুর্নীতিমুক্ত করা এবং কালো টাকা উদ্ধার যে এই বাজেটের মূল লক্ষ্য সেটা পরিষ্কার।

১০. আমাদের দেশ যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে এবারের বাজেট অনেকাংশে সাহায্য করবে।

১১. এবারের বাজেটে ছোট ব্যবসায়ীদের দিকে নজর দেওয়া হয়েছে। এর ফলে ছোট ব্যবসাগুলি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় নামতে পারবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement