Advertisement
Advertisement

নোট বাতিল ইস্যুতে রাজ্যসভায় মুখ খুলবেন না মোদি

কেন্দ্রের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল এই কথা৷

Modi not to talk in Rajya Sabha on demonetisation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 11:31 am
  • Updated:August 12, 2021 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে রাজ্যসভায় কোনওরকম বিবৃতি দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল এই কথা৷ দেশের কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইক কালো টাকার কারবারিদের রাতের ঘুম কেড়ে নিলেও, মোদির এই সিদ্ধান্তে সমস্যার সম্মুখীন আম আদমি৷ মূলত এই ইস্যুকে ঢাল করেই কেন্দ্রের বিরোধিতায় এক জোট হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই নোট ইস্যুকে হাতিয়ার করেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে তারা৷ কংগ্রেসের পক্ষ থেকে নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে৷ আর এই দাবিকেই সমর্থন করেছে অন্যান্য বিরোধী দলগুলি৷

কিন্তু কেন্দ্রের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যসভায় কোনও বক্তব্য রাখবেন না প্রধানমন্ত্রী৷ এই বিষয়ে অরুণ জেটলি বিরোধীদের যে কোনও প্রশ্নের উত্তর দেবেন না বলেও জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে৷

Advertisement

বিরোধীদের কটাক্ষ করে অর্থমন্ত্রী বলেন, “বিরোধী দলগুলি নোট বাতিলের বিষয়ে কোনও আলোচনা এবং বিতর্ক চাইছে না৷ কারণ তাদের কাছে বিষয়টির বিরোধিতা করার জন্য যুক্তি নেই৷ আর তাই বিতর্ক ও সুস্থ আলোচনা না করতে চেয়ে তারা কেবল বিবৃতি চেয়ে সমস্যা বাড়াচ্ছে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement