সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো নোট বাতিল নিয়ে গোটা দেশ উথালপাতাল। চারিদিকে নমো নমো রব। ঠিক তখনই বেনামী সম্পত্তির লেনদেনের উপর নজর পড়তে চলেছে কেন্দ্রর। পার পাবে না বেআইনি সোনা কেনাবেচাও।
গত মঙ্গলবার রাতে হঠাৎই পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি। কালো টাকায় কোপ ফেলাই ছিল উদ্দেশ্য। কেন্দ্রের হঠাৎ এই সিদ্ধান্তে মহা ফাঁপরে কালো টাকার কারবারিরা। সূত্র বলছে, রাশ টানা গিয়েছে জাল নোটের উপরও। তবে হঠাৎ নোট বাতিলে হয়রানি কিছু কম হচ্ছে না আম জনতারও। আর তাতেই তেলেবেগুনে খেপেছে বিরোধীরা। দাবি উঠেছে সিদ্ধান্ত প্রত্যাহারের। তবে তাতে বিন্দুমাত্র টলছেন না নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দিয়েছেন, আমজনতা এই পদক্ষেপকে খুশি মনেই নিয়েছেন। পাশাপাশি দেশের স্বার্থে ৫০ দিন দেশবাসীকে একটু কষ্ট করার আবেদনও করছেন মোদি। এখানেই শেষ নয়, বিরোধীরা যতই চেঁচাক না কেন অশ্বমেধের ঘোড়াকে এখনই থামাতে রাজি নন নমো। দেশের সমস্ত কালো কারবারিদের শেষ দেখে তবেই যে তিনি ছাড়বেন তাই বুঝিয়ে দিতে চান। এবার তাই আইন করে বেনামী সম্পত্তির লেনদেন আটকানোর সিদ্ধান্ত আটকাতে চলেছেন মোদি। কোপ পড়তে চলেছে বেআইনি সোনা কেনাবেচার উপরও। তার প্রস্তুতি আগেই করে রেখেছে কেন্দ্র। বেনামী লেনদেন রুখতে এবছরের শুরুতেই সংসদে আইন পাশ হয়ে গিয়েছে। তাই এখন সিঁদুরে মেঘ দেখছেন কালো টাকা কারবারিরা। আর বিরোধীরা যতই চেঁচান উত্তরপ্রদেশের ভোটের আগে থাকতেই ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রস্ততি শুরু করে দিয়েছেন দূরদর্শী মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.