Advertisement
Advertisement

এবার সংখ্যালঘুদের ‘মোদি মিত্র’ বানানোর উদ্যোগ বিজেপির! উত্তরপ্রদেশ থেকে শুরু নয়া অভিযান

সংখ্যালঘু অধ্যুষিত ৬৫টি লোকসভা আসনকে টার্গেট বিজেপির।

Modi Mitra certificates for minorities, BJP outreach programme starts | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 22, 2023 10:47 am
  • Updated:June 22, 2023 10:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে বাকি আর মাত্র মাস দশেক। তার আগে চার অতি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন। যা বিজেপির (BJP) জন্য রীতিমতো অগ্নিপরীক্ষার শামিল। আর সেই অগ্নিপরীক্ষায় উতরে যাওয়ার লক্ষ্যে সংখ্যালঘুদেরও সমর্থন জোগাড় করতে উদ্যোগী বিজেপি। সেই লক্ষ্যে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করতে চলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চা।

বিজেপি সূত্রের খবর, বিগত ন’বছরে মোদি (Narendra Modi) সরকার কী কী কাজ করেছে, সেই খতিয়ান নিয়ে সংখ্যালঘুদের কাছে পৌঁছাতে চাইছে দল। গেরুয়া শিবিরের মূল লক্ষ্য বিভিন্ন সংখ্যালঘু সংগঠনকে পাশে পাওয়া। সেই লক্ষ্যে জায়গায় জায়গায় চলবে প্রচার অভিযান। উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে গড়ে তোলা হবে সংযোগ। তাতে প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং কাজে সমর্থন জানাবেন যাঁরা, তাঁদের হাতে তুলে দেওয়া হবে ‘মোদি মিত্র’ (Modi Mitra) শংসাপত্র।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে মোদির যোগ অধিবেশনে নয়া গিনেস বুক রেকর্ড, অংশ নিল ১৮০ দেশের প্রতিনিধি]

শুধু সংখ্যালঘু সংগঠন বা মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ নন। মুসলিম বুদ্ধিজীবীদের কাছেও পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। সংখ্যালঘু সমাজে যেসব ধর্মীয় সংগঠন জনমত গঠন করে তাঁদেরও টার্গেট করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের দেববন্দ থেকে এই কর্মসূচি শুরু হবে নতুন কর্মসূচি। যা আগামী কয়েকদিনে উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়বে। আসলে গেরুয়া শিবির চাইছে, বিজেপি মানেই সংখ্যালঘুদের ‘শত্রু’ এই ধারণাকে ভেঙে ফেলতে। সেই লক্ষ্যেই চলবে কাজ।

[আরও পড়ুন: এবার অ্যাপ থেকেই সরাসরি ডাউনলোড করা যাবে রিলস, নয়া ফিচার আনছে ইনস্টাগ্রাম]

গেরুয়া শিবির সূত্রের খবর, মোট ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৬৫টি লোকসভা কেন্দ্রকে টার্গেট করে এগোচ্ছে গেরুয়া শিবির। এই আসনগুলিতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা ৩০ শতাংশের বেশি। বিজেপি এই আসনগুলি জেতা কঠিন ধরে নিয়েও হাল ছাড়তে নারাজ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement