Advertisement
Advertisement

ফিকে হচ্ছে ‘মোদি ম্যাজিক’, কটাক্ষ শিব সেনার

“কংগ্রেস নাকি উবে গিয়েছে এরকম একটা প্রায় বলা হয়ে থাকে। কিন্তু অসম ছাড়া বিজেপিই বা কোথায়?”

modi-magic-didn-t-work-against-jaya-mamata-taunts-shiv-sena
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2016 4:38 pm
  • Updated:July 29, 2019 2:48 pm  

‘ব্র্যান্ড মমতা’ কিংবা  ‘ব্র্যান্ড জয়ললিতা’-তেই সায় দিয়েছে দুই রাজ্য।  পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সাক্ষী হয়েছে নয়া ইতিহাসের।  আর রাজ্য রাজনীতির এই হালচালই মোদি ম্যাজিকের বিরুদ্ধে উসকে দিয়েছে শিব সেনাকে।  দুই রাজ্যে বিজেপির খারাপ ফলাফলের জন্য মোদিকেই কাঠগড়ায় তুলেছে এই দল।  ‘মোদি ম্যাজিক’ ফিকে হচ্ছে বলে কটাক্ষ করতেও ছাড়েনি তারা।

মোদি ম্যাজিকে লোকসভার বৈতরণি পার হওয়ার পর সেই হাওয়া ধরে রাখতে মরিয়া চেষ্টা করে চলেছে বিজেপি।  কিন্তু প্রথম ধাক্কাটা ছিল বিহারে।  মোদি-অমিত জুটির ভোট রণকৌশল সেখানে ডাহা ফেল করেছিল।  পরবর্তী লক্ষ্য হিসেবে চোখ ছিল পশ্চিমবঙ্গ, অসম এ তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন।  অসমে গেরুয়া হাওয়া বইলেও বাকি দু’রাজ্যে তার কোনও প্রভাবই পড়েনি।  মমতা বা জয়ললিতার নেতৃত্বকে টপকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো বিজেপির ভোটঝুলি ভরার রিস্ক নেয়নি রাজ্যদুটির সাধারণ মানুষ।  বরং দুই রাজ্যেই ইতিহাস তৈরি হয়েছে।  ২৭ বছর পর একই দল পরপর দুবার ক্ষমতায় এসেছে।  পশ্চিমবঙ্গেও বিধানচন্দ্র রায়ের রেকর্ড ভেঙে একক দল হিসেবে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে তৃণমূল।  এই ঘটনাতেই মুখ খুলেছে শিব সেনা।  মোদি ম্যাজিককে কটাক্ষ করে দলের মুখপত্রে প্রশ্ন তোলা হয়েছে, “কংগ্রেস নাকি উবে গিয়েছে এরকম একটা প্রায় বলা হয়ে থাকে।  কিন্তু অসম ছাড়া বিজেপিই বা কোথায়?”  কেরালা এবার বামেদের দখলে গিয়েছে।  অন্যথায় সে রাজ্যেও কংগ্রেসই থাকত।  সামগ্রিক চিত্র হিসেবে বিজেপির ফলাফল যে হতাশাজনক তা বলার অপেক্ষা রাখে না।  রাজ্যসভায় বিল পাশ করার ক্ষেত্রে এই স্থানীয় দলগুলির মুখাপেক্ষী হয়েই থাকতে হবে মোদি সরকারকে।  তাতে মোদির ‘অচ্ছে দিন’-এর স্বপ্ন আদৌ বাস্তবের মাটি পাবে কি না তা নিয়ে সন্দেহ।

Advertisement

বিজেপির ফল নিয়ে সেনার এ প্রশ্ন অমূলক নয়।  ‘মোদি ম্যাজিক’ বা ‘ব্রান্ড মোদি’ যে বিভিন্ন রাজ্যে থমকে গিয়েছে তা এই ফলাফলেই প্রমাণ হচ্ছে।  দুই রাজ্যের এই ফলাফল জাতীয় রাজনীতিতে যে বড়সড় প্রভাব ফেলবে তাও অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement